বাংলাদেশের ক্রিকেট নিয়ে পাকিস্তানের পরিকল্পনার ঘোষণা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়্যারম্যান


পাকিস্তান-বাংলাদেশের মূল লড়াই এরই মধ্যে শেষ। একটি মাত্র ম্যাচ বাকি রয়েছে। পাকিস্তান ক্রিকেটারদের বেহাল দশায় হতাশ গোটা পাকিস্তানই। আর এরই মধ্যে তাতে ভিন্ন প্রবাহ যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়্যারম্যান শাহরিয়ার আলম। এখন প্রশ্ন জাগতেই পারে তিনি কেন ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন।

শাহরিয়ার পাকিস্তানের ক্রিকেটারদের পারফর্মে অসন্তুষ্ট। শেষ ম্যাচটা যাতে নিজেদের হয় এ জন্য মিরপুরের স্টেডিয়ামে বসে খেলা দেখবেন ও মিসবাহদের উৎসাহ দিবেন তিনি।  পাকিস্তান তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বাজে সময় নাকি এখন পার করছে। এখান থেকে দলকে জয়ের ধারায় নিয়ে আশার স্বপ্ন তার।


এজন্য ক্রিকেটারদের সাহস যোগাতে ঢাকায় আসছেন তিনি। বাংলাদেশে আসার পর বিসিবির কর্মকর্তাদের সাথে অফিশিয়াল মিটিং করবেন শাহরিয়ার খান। পরে বাংলাদেশ ও পাকিস্তানের পরবর্তী সিরিজ নিয়ে আলোচনা করবেন তিনি। শাহরিয়ার বাংলাদেশের ক্রিকেট ও নিজ দেশের ক্রিকেট নিয়ে তার পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সাথে আমরা ক্রিকেটে ভালো সম্পর্ক চাই। পাকিস্তান বাংলাদেশকে একই সুঁতোয় চায়। এগিয়ে যাওয়াই আমাদের টার্গেট।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট