জবিতে শিক্ষিকাকে লাঞ্ছনাকারী ছাত্রলীগ নেতা আজীবন বহিষ্কার


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আরজ মিয়া জিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন।
যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের রিট পিটিশনের (নম্বর ৫৯১৬/২০০৮) রায়ে বর্ণিত নির্দেশনার আলোকে অভিযোগ কমিটি (কমপ্লেইন কমিটি) গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫-এর ১১ (১০) ধারায় বর্ণিত উপাচার্য প্রদত্ত ক্ষমতাবলে আরজ মিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরজ মিয়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল লোক প্রশাসন বিভাগের শিক্ষিকা লুবনা জেবিনের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এছাড়া ওই শিক্ষিকা কোতোয়ালি থানায় আরজ মিয়ার বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট