ফুটপাতবাসীরা কুকুর


সালমানের খানের হিট অ্যান্ড রান মামলার রায় নিয়ে বলতে গিয়ে বিতর্কিত বেফাঁস মন্তব্য করে বসলেন গায়ক অভিজিত্‍। রাস্তায় শুয়ে থাকা মানুষদের কুকুর বলায় সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
বাংলার এই গায়ক বললেন, ‘আত্মহত্যা যেমন অপরাধ সেইরকমই অপরাধ হল ফুটপাথে শুয়ে থাকা। কুকুরের মত রাস্তায় শুলে কুকুরের মত মরবে। রাস্তা গরীবের বাবার নয়, আমারও ঘর ছিল না কিন্তু কোনও দিন রাস্তায় শুতে যায়নি। রাস্তা হল গাড়ি আর কুকুরের, মানুষের ঘুমনোর জন্য নয়।’
এর আগে সলমনকে সমর্থন করে টুইটে অভিজিত্‍ বলেন, ‘মুম্বইয়ের রাস্তা কিংবা ফুটপাথে কি শোওয়া উচিত? কেন তোমরা তোমাদের গ্রামে শুতে যাবে না, ওখানে কোনও গাড়ি তোমায় হত্যা করবে না। ফুটপাথ শোওয়ার জন্য নয়।’
সলমনের পক্ষে কথা বলতে গিয়ে সঙ্গে অভিজিত্‍ বলেন, ‘৮০ শতাংশ চলচ্চিত্রের সঙ্গে জড়িত ঘরহীন মানুষরা কষ্ট হলেও ফুটপাথে শুতে যান না।’
‘কুত্তা রোড পে শোয়েগা কুত্তে কি মত মরেগা’- টুইটারে সে মন্তব্যের সঙ্গে তিনি জড়িয়েছিলেন সোনাক্ষি সিনহাকেও।কিন্তু সোনাক্ষি ফিরতি টুইটে জানিয়ে দিলেন, ‘বন্ধুকে সমর্থন করলেও, এ ধরনের মন্তব্য তিনি সমর্থন করেন না।’
অভিজিতের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শিল্পী মহলে ও সাধারণ মানুষের মধ্যেও নানা প্রতিক্রিয়ার ঢেউ। টলিগঞ্জের পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় জানিয়েছেন, অভিজিতের গান আর শুনবেন না। কোনও ছবিতে তার গান থাকলে তাও আর দেখবেন না। অভিজিতকে বয়কট করার ডাক দিয়েছেন তিনি।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট