চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির মনিটরিং সেল গঠন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির মনিটরিং সেল গঠন


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীদের বিজয়ী করার জন্য ৫১ সদস্যের নির্বাচনী মনিটরিং সেল গঠন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।

আজ সকাল ১০টার দিকে নগরীর নাছিমন ভবনের  দলীয় কার্যালয়ে উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক চাকসু ভিপি মো. নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট  মো. আবু তাহেরকে সদস্যসচিব করে গঠিত মনিটরিং সেলের অন্য সদস্যরা হলেন- সাবেক সহ-সভাপতি এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, নূর মুহাম্মদ, আজম খান, সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, ডা. খুরশিদ জামিল, মো. সেলিম চেয়ারম্যান, আবু আহমদ হাসনাত, মোস্তফা কামাল পাশা, সৈয়দ নাছির উদ্দিন, কাজী মো. ছালাউদ্দিন, মো. ছালাউদ্দিন চেয়ারম্যান, মাহবুব ছাফা, মো. জাকির হোসেন, মো. তোফাজ্জ্বল হোসেন,  মো. ইউসুফ নিজামী, হাসান মো. জসিম উদ্দিন, মো. মোরছালিন, মো. সরওয়ার উদ্দিন সেলিম, মোবারক হোসেন কাঞ্চন, মো. জামসিদুর রহমান, মো. আব্দুর শুক্কুর মেম্বার, মো. জহুরুল আলম, এস এম ফারুক, রেজাউর নূর ছিদ্দিকী উজ্জ্বল, সৈয়দ মোস্তফা আলম মাসুম, অ্যাডভোকেট নাছিমা আক্তার, মো. মুরাদ চৌধুরী, এইচ এম নুরুল হুদা, মো. ফজলুল করিম চৌধুরী, মো. আলমগীর, গাজী মো. হানিফ, মো. আজিজ উল্লাহ, আনিস আক্তার টিটু প্রমুখ।

সভাপতির বক্তব্যে এম এ হালিম বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে দেশের কল্যাণ, জনগণের স্বার্থ সংরক্ষণে উত্তর জেলার আওতাধীন সাতটি সংসদীয় আসনে ২০-দলীয় জোট তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের ধানের শীষ মার্কায় বিজয় সুনিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, মো. সেলিম চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু আহমদ হাসনাত, বিএনপি নেতা জামসিদুল রহমান, অ্যাডভোকেট রেজাউর নূর ছিদ্দিকী উজ্জ্বল, সৈয়দ মোস্তফা আলম মাসুম, মো. নাছিরুল কবির মনির, গাজী মো. হানিফ, আনিস আকতার টিটু, মো. নুর নবী, মো. তারেক চৌধুরী প্রমুখ।


ড. কামালের গাড়িতে হামলা, অবিলম্বে তদন্ত দাবি

ড. কামালের গাড়িতে হামলা, অবিলম্বে তদন্ত দাবি

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সংবিধান বিশেষজ্ঞ ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিকের গাড়িসহ ৬/৭টি গাড়ির ভাংচুর হয়। আহত হয়েছে ঢাকা-১৪ আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু, আ স ম আবদুর রবের গাড়ি চালকসহ ১০/১২ জন নেতা-কর্মী।
এদিকে এধরনের হামলাকে মেনে নেয়া যায়না মন্তব্য করে অবিলম্বে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ড. কামাল হোসেন। রাজধানীর জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এই জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। স্মৃতিসৌধে তিনি বলেছেন, যত শক্তিধর হোক তারা দেশে মালিক জনগণের কাছে তাদের নত হতে হবে, তাদের পরাজয় হবেই। সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির আবদুল আউয়াল মিন্টু, জেএসডির আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসিন মন্টু, রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিকউল্লাহ প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। পরে কার্যালয়ে জাতীয়তাবাদী সম্মিলিত সাংস্কৃতিক ফ্রন্টের এক আলোচনায় অংশ নেন ড. কামাল হোসেন।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামিম জানান, সকাল সাড়ে ৯টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবদন শেষে ড. কামাল হোসেন স্যার নেতৃবৃন্দকে নিয়ে গেইটের বাইরে নিজের গাড়িতে উঠার পরপরই এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ-যুব লীগের একদল সন্ত্রাসী স্যারের গাড়ির দিকে লাঠি-সোটা নিয়ে এই হামলা চালায়। তারা স্যারের গাড়িতের লাঠি দিয়ে আঘাত করে। ঘটনার মুহুর্তেই ফ্রন্টের নেতা আ স ম আবদুর রবের গাড়িতেও তারা হামলা চালায়। এতে গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ত্রাসী এলোপাথারি লাঠি দিয়ে নেতা-কর্মীদের ওপর এই হামলা করলে নেতা-কর্মীরা দিগি¦দিক দৌড়াদৌড়ি করতে থাকে। পরিস্থিতির এক পর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে সংগঠিত হতে থাকে।
হামিম জানান, সকাল ৯টা ১৫ মিনিটে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে যান। সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আ স ম আবদুর রব, ডা. জাফরুল্লাহ চৌধুরী, রেজা কিবরিয়া, বিএনপির আবদুস সালাম, গণফোরামের জগলুল হায়দার আফ্রিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ড. কামাল হোসেন বলেন, এখানে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। কত টাকা পেয়েছ এই প্রশ্নগুলো করার জন্য? এটা শহীদ মিনার। একাত্তর সালের শহীদরা এখানে। শহীদতের কথা চিন্তা করা উচিৎ। খামোশ! তিনি বলেন, আজকে আমরা এখানে এসেছি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। লাখো শহীদ জীবন বির্সজন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা যেন ধরে রাখি, সকলের জন্য অর্থ পূর্ণ করি। এই স্বাধীনতা ব্যক্তিস্বার্থ নিয়ে যারা আখের গোছাতে চাচ্ছে তাদের জন্য নয়, সব মানুষের এই স্বাধীনর অংশীদার ও প্রাপ্য। শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য আমরা কাজ করে যাচ্ছি। স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছে, লোভ লালসা নিয়ে লুটপাট করছে, তাদের হাত থেকে এই দেশকে মুক্ত আমরা করবই।
হামলার ঘটনায় তদন্ত দাবি: এদিকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হামলার ঘটনা ‘কোনোভাবে মেনে নেয়া যায় না’ উল্লেখ করে অবিলম্বে তার তদন্ত চেয়েছেন ড. কামাল হোসেন। পুলিশ বাহিনীকে সংবিধানের বাইরে কোনো অন্যায় আদেশ না মানারও পরামর্শ দেন তিনি। বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা এই দাবি জানান। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসের দিনে সেখানে এই ধরনের ঘটনা আমাদের প্রতি কী হয়েছে সেটা আমরা চিন্তা করি না। শহীদদের প্রতি তারা অবমননা করেছে। এটা মেনে নেয়া যায় না, এটা সারাদেশের কোটি কোটি মানুষ মেনে নিতে পারে না। পুলিশের আইজির কাছে আমি লিখিত চিঠি পাঠাবো। আপনার সম্পর্কে আমার খুব ভালো ধারনা ছিলো যেন সেই ধারনা থাকে সেই কারণে আমি অনুরোধ করব, আপনি আমাদের কথাগুলোকে খুব গুরত্ব সহকারে দেখবেন যে জিনিসগুলো আপনাদেরকে তথ্য দেয়া হবে আপনি বিশ্বস্ত লোককে দিয়ে তদন্ত করাবেন। আমরা এই তদন্তকে পুরোভাবে সাহায্য করবো যাতে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে আমরা এই কাজটি করব।
আহতদের সাংবাদিকদের দেখিয়ে ড. কামাল হোসেন বলেন, তাদের মেডিকেল সার্টিফিকেট আছে। রব সাহেবের আঙ্গুলটা দেখছেন। আইজি সাহেব আমি কথা দিচ্ছি- সব রকমের সাহায্য আমরা করবো। আইনানুগ সাহায্য, তদন্ত করার সাহায্য করবো আপনার পুলিশের মধ্যে যাদের বিশ্বস্ত মনে করে তাদেরকে ঢেকে একটু দায়িত্ব দিন, আমাদের সঙ্গে দিন।
ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ওখানে শহীদরা আছেন সেখানে আমরা গেছি শ্রদ্ধা জানাতে। এটাতে যাদের গায়ে লাগে ওরা কারা? ভাড়াটিয়া। পয়সা নিয়ে এসব তারা করেছে। এটা কোনো নীতির কাজ হতে পারে না। এই কাজ কোনো সুস্থ দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। এ ঘটনায় শহীদদের আত্ম অবশ্যই কষ্ট পাচ্ছে। আমাদের একটা জায়গা যেখানে মানুষ আসে শ্রদ্ধা জানাতে ১৪ ডিসেম্বর। এটা কী ভূলে গেছে তারা, না তারা জানেই না। যেসব ছোকড়ারা ওখানে এসব কাজ করেছে। আমি দেখেছি ছোকড়ারা এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছে, ইট পাটকেল মারছে, আহত করেছেন, গাড়ি ভাঙার চেষ্টা করেছে। এরা ছোকড়া, টোকাই। কারা এদের ভাড়া করেছে তাও জানতে চান তিনি।
নির্বাচনের প্রচারাভিযান শুরুর পর বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, যেসব পুলিশ কার আদেশে যারা (প্রার্থীরা) আইনানুগভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে, কাজ করছেন তাদেরকে কেনো এসে তারা (পুলিশ) চ্যালেঞ্জ করে, বাঁধা দেয়, কেনো গ্রেফতার করে। আমি প্রত্যেকটা অ্যারেস্টের তথ্য চাই। দেশে এখনো সংবিধান আছে। যে সংবিধানে বঙ্গবন্ধুর স্বাক্ষর এক নম্বর। উনি লিখে দিয়ে গেছে এদেশের মানুষ আইনের আশ্রয় পাবে। পুলিশ আজকে যেটা করেছে এটা বঙ্গবন্ধুর কথাকে অমান্য করেছে। বঙ্গবন্ধু যেটাকে বলেছে হবে- তোমরা সেটাকে ডিফাই করেছো। তোমরা বঙ্গবন্ধুর কথাকে অমান্য করবে, এই বিজয়ের মাসে অমান্য করবে।
বেআইনি আদেশ পুলিশের মান্য করা উচিৎ নয় বলে মন্তব্য করে তিনি বলেন, আমি পুলিশ একাডেমিতে বহু লেকচার দিয়েছি বেআইনি আদেশ মানা একদম নিষেধ। বেআইনি আাদেশ মানবে না- এটা পুলিশরা জেনে রাখো। যারা বেআইনি আদেশ দিচ্ছে এরা চিরস্থায়ী কেউ নয়। ভুলে যেও না। তোমরা তো ৫০/৫৫ বছর বয়স পর্যন্ত কাজ করবে আশা করো। এটা মনে রেখে আজকে যে বা যাহারা আদেশ দেয় তোমাদের এটা সাংবিধানিক কর্তব্য সেই আদেশ আইনানুগ কিনা? যদি কোনো লোক আইন ভঙ্গ করছে না তাকে অ্যারেস্ট করা এটা সংবিধান ভঙ্গ করা। তোমাদের শুভাকাঙ্খি হিসেবে বলছি- তোমরা সংবিধান ভঙ্গ করার অপরাধ করিও না। যারা বেআইনি আদেশ দিচ্ছে তাদের দেশের মানুষ চিহ্নিত করে আগামীতে বিচারও হবে।
ড. কামাল হোসেন দৃঢ় কন্ঠে বলেন, সরকার ক্ষমতায় ১৫/১৬ দিন আছে। তাদেরকে বলব- বেআইনি আদেশ দেয়া বন্ধ করুন, আপনারা আইন মেনে চলুন। সরকার আইনের উর্ধেব না। জেনে রাখো এই দেশে কোনো সরকার আইনের উধের্ব না। এটা হলো স্বাধীনতার অর্থ। এতো লক্ষ শহীদ হয়েছেন, বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন। তারা শহীদ হয়েছিলো যাতে আমরা মাথা উঁচু করে অধিকার নিয়ে বাঁচবো। এই স্বাধীন দেশে ৪৭ বছর পরে দেখতে হচ্ছে- লজ্জা পাওয়া উচিৎ যারা দেশ শাসন করছেন। লজ্জ্বা পাও লজ্জ্বা পাও, লজ্জ্বা পাও। লজ্জ্বা পেয়ে মুখটা দেখাও না মুখটা একটু ঢেকে এদিক ওদিকে থেকে ১০/১৫ দিন কাটিয়ে দাও। তোমাদের মুখ দেখব না যারা এসব অন্যায় কাজ করছে। অবিলম্বে তা বন্ধ করো। ১০/১৬ দিন আছো চেষ্টা করো ভলো থাকতে। তারপরে কিন্তু।
গণমাধ্যমকে দেশের স্বার্থে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে ড. কামাল হোসেন বলেন, আমার বিশ্বাস দেশের মানুয়ের প্রতি একশত ভাগ আস্থা আছে তারা সঠিক বিচার করবে, তারা সংবিধানকে সমুন্নত রাখবে, তারা আইনের শাসনকে দেশে ফিরিয়ে আনবে। আর যারা এসব অন্যায়-অনিয়ম-অসাংবিধানিক কাজ করছে তাদের থেকে আমাদেরকে মুক্ত করবে।
আ স ম আবদুর রব বলেন, ওরা ভেবেছে ভয় দেখিয়ে আমাদেরকে নির্বাচনের বাইরে রাখবে। সেজন্য আজকে এই হামলার ঘটনা ঘটিয়েছে। কতগুলো ছেলেকে আহত করেছে। এই হামলা পরিকল্পিত। আমরা নির্বাচন করতে চাই। সিলেটে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। আমাদের প্রার্থীরা প্রচারণায় নামতে পারছে না। আমাদের কর্মীদের এখনো নির্দেশ দিচ্ছি না, সকলকে শান্ত থাকতে হবে সাহসের সাথে মোকাবিলা করতে হবে। আগামী ৩০ ডিসেম্বর জনগণকে সাথে নিয়ে ব্যালট বিপ্লব করতে চাই, ব্যালটে যুদ্ধ করতে চাই, স্বৈরশাসনকে বিদায় করতে চাই।
প্রটোকল ব্যবহার করে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ফ্ল্যাগ লাগিয়ে গোপালগঞ্জ গিয়ে নির্বাচনী প্রচারণা করবেন আর আমাদেরকে প্রচারণা করতে দেয়া হবে। এসব কিছ ফাইজলামি, একটা কী মগের মল্লুক। প্রধানমন্ত্রী যদি ফ্ল্যাগ ব্যবহার করতে পারেন, তাহলে ড. কামাল হোসেনকে প্রটোকল দিতে হবে। দেশবাসীর প্রতি আমাদের আহবান ধানের শীষকে জয়লাভ করে খালেদা জিয়ার মুক্তি তরান্বিত করুন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজকে বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে যাবো সেখানে আক্রমন করা হবে এটা অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য কাজগুলো সরকার ও তার দলের লোকেরা কেনো করছে এটা সকলের বোধগম্য। কারণ তারা হারতে চায় না। এতো খুন-গুম, এতো দুর্নীতি-লুটপাট করেছে যে তারা ক্ষমতা ছাড়তে ভয় পায়। অথচ আমরা আশ্বস্ত করেছিলাম যে, আমরা প্রতিহিংসার রাজনীতি করবো না। নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথের মতো হয়ে আছে।
কিছুই করেন না সিইসি। তিনি মিন মিন করে বলেন আমরা বিব্রত। আরে আপনারা স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান। আপনাদের বিব্রত হওয়ার কথা নয়, ক্ষুব্ধ হওয়ার কথা, ব্যবস্থা নেয়ার কথা। আপনারা কী মসজিদের ইমাম নাকী। আমি ইসিকে বলব, আজকের ঘটনাসহ গত কয়েকদিনের ঘটনার বিচার ব্যবস্থা নিন। না নিতে পারলে ব্যর্থতার দায়িত্ব মাথায় নিয়ে তাদের পদত্যাগ করা উচিৎ। এটাই তাদের জন্য সন্মানজনক হবে। মনে রাখতে হবে তারা প্রজাতন্ত্রের মানুষ সরকারের না।
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এটা খুবই সংগত দাবি প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রচার শুরু করতে যাবেন সমস্ত প্রটোকল নিয়ে, এটা তিনি যেতে পারেন না। প্রধান নির্বাচন কমিশনারকে আমরা বলতে চাই, প্রধানমন্ত্রীর প্রটোকল প্রত্যাহার করা হোক, মন্ত্রীদের সব প্রটোকল বন্ধ করা হোক, গ্রেফতার করা হোক। যদি মনে করেন, এরকম করে নির্বাচন পার হয়ে যেতে পারবেন- পারবেন না। আমরা নির্বাচন পর্যন্ত আছি ২৯ তারিখ পর্যন্ত মাটি কামড়ে পড়ে আছি।
কিন্তু ৩০ তারিখে এই কামড় অন্যদিকে চলে যাবে। ৩০ তারিখে ব্যালেট বিপ্লব করবে। সারাদেশে বিভিন্ন প্রার্থীদের ওপর হামলার পরে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের নিন্দা জানিয়ে মান্না বলেন, নির্বাচন কমিশনের কাছে অনেক অভিযোগ করেছেন কোনো রকম প্রতিকার করেনি।
শুক্রবার সিইসি এমন মন্তব্য করেছে যা কমিশন সরাসরি আমাদের বিরুদ্ধে ও সরকারের পকেটে চলে যাওয়ার মতো আচরণ করছেন।

ধানের শীষময় বগুড়া-৪ আসন, কোনঠাসা নৌকার প্রার্থী

ধানের শীষময় বগুড়া-৪ আসন, কোনঠাসা নৌকার প্রার্থী

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) নির্বাচনী এলাকা ধানের শীষময় হয়ে উঠেছে। কারণ জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের পক্ষে পুরো এলাকায় ধানের শীষের রব উঠেছে। পুরো নির্বাচনী এলাকা চড়ে বেড়াচ্ছেন তিনি।
বিএনপি ও জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে নৌকার প্রার্থী জাসদ (ইনু) নেতা একেএম রেজাউল করিম তানসেন জোটের শরিক আওয়ামী লীগ, জাতীয় পার্টি এমনকি নিজ দলের অভ্যন্তরীন কোন্দলের কারণে এখন কোনঠাসা। তাই তিনি নিজ দলের কিছু সংখ্যক কর্মী নিয়ে নন্দীগ্রাম উপজেলায় ভোট চাচ্ছেন। এখনও কাহালু উপজেলায় ঢুকতেই পারেননি।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের পক্ষে বৃহস্পতিবার কাহালু উপজেলার দূর্গাপুর ও জামগ্রাম ইউনিয়নে পথসভা, গণসংযোগ ও জনসভায় অংশ নেন মোশাররফ হোসেন। তিনি দলের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বৃহস্পতিবার সকালে দূর্গাপুর বাজার থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ওই ইউনিয়নের দেওগ্রাম, চারমাথা, নওদাপাড়া, চাঁনপুরা, পাঁচপীর, সিংড়ায় প্রচারনা শেষে বিকেলে জামগ্রাম বাজারে নির্বাচনী সভায় অংশ নেন।
জনসভায় তিনি বলেন, গণতন্ত্র পুনঃরুদ্ধার , খালেদা জিয়াকে মুক্ত এবং তারেকে রহমানকে দেশে ফিরিয়ে আনতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
ইউনিয়ন আহবায়ক খায়রুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আহবায়ক কাজী আবুল বাশার, সদস্য সচিব রফিকুল ইসলাম, বিএনপি নেতা আনিসুর রহমান, হাফিজুর রহমান, এমএ হান্নান, আব্দুর রশিদ, খায়রুল আলম, শফিকুল ইসলাম, বেলায়েত হোসেন আদর প্রমুখ।

সারিয়াকান্দি উপজেলা বিএনপি অফিস আগুনে ভস্মিভূত

সারিয়াকান্দি উপজেলা বিএনপি অফিস আগুনে ভস্মিভূত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা বিএনপি অফিস আগুনে ভস্মিভূত করেছে দূর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে দূর্বৃত্তরা উপজেলা সদরে অবস্থিত উপজেলা বিএনপি অফিসে আগুন লাগিয়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যে কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়। অফিসে চেয়ার, টেবিলসহ অন্যান্য আরো অনেক আসবাবপত্র ছিল বলে জানা গেছে। এ ছাড়া আগুনে অফিসের পাশের দুটি দোকানও পুড়ে গেছে।
ঘটনার পর শুক্রবার সকালে পুলিশ, র‌্যাব ও বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সারিয়াকান্দি থানার ওসি আল আমিন বলেন, এ ঘটনা কারা ঘটিয়েছে তা জানা যায়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
সারিয়াকান্দি উপজেলা বিএনপি সভাপতি সুজাউদদৌলা সন্জু বলেন, রাতের বেলা অফিস পোড়ানোর খবর শুনেছি।

নির্বাচনের আগেই কর্মী-সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি ওসি প্রদীপের

নির্বাচনের আগেই কর্মী-সমর্থকদের এলাকা ছাড়ার হুমকি ওসি প্রদীপের

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনী কাজে মারাত্মক বাধার সম্মুখীন হচ্ছেন ধানের শীষের নেতাকর্মীরা। তিনি অভিযোগ করেন, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ ধানের শীষের কর্মীদের নির্বাচনের আগে এক মাস এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দিচ্ছে। না হলে নেতাকর্মীদের বেছে বেছে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার কথা বলে বেড়াচ্ছে।
শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শাহজাহান চৌধুরী এ অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে বিএনপির নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে তল্লাশি ও হয়রানী করছে পুলিশ। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। প্রচারণার কাজ থেকে ধানের শীষের সমর্থকদের আটক করে নিয়ে যাচ্ছে। তফশিলের পর থেকে এ পর্যন্ত ৬০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
শাহজাহান চৌধুরী দুঃখ করে বলেন, এত কিছু করার কি দরকার? আমাদের নির্বাচন না করতে বললে তো হয়ে যেতো। অনর্থক নিরীহ মানুষদের হয়রানী করা হচ্ছে কেন? ওসি প্রদীপ কুমার দাশ অতি উৎসাহী হয়ে এসব করছে। তাকে প্রত্যাহার করলে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়ে আসবে।
বিএনপি প্রার্থীর অভিযোগ, ওসি প্রদীপ প্রশাসনের পোশাক পরে সরকারি দলের ভূমিকা পালন করছে। নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে প্রতিদিন হুমকি দিচ্ছে। তার কারণে নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি ওসি প্রদীপের কারণে টেকনাফের দিকে নির্বাচনী প্রচারণা চালাতে যাওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, অ্যাডভোটেক আবদুল মন্নান, এম মোকতার আহমদ, ছৈয়দ আহমদ উজ্জল, রাশেদুল করিম মার্কিন, মোকতার আহমদ প্রমুখ।

ড. কামালের ক্ষোভকে সমর্থন করেন ৮১ শতাংশ মানুষ!

ড. কামালের ক্ষোভকে সমর্থন করেন ৮১ শতাংশ মানুষ!

সংবাদকর্মীদের ওপর ড. কামালের ক্ষোভ প্রকাশকে সমর্থন করেছেন ৮১ শতাংশ মানুষ। আর সমর্থন করেননি মাত্র ১৯ শতাংশ মানুষ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেইজে জরিপের ফলাফলে এই চিত্র ফুটে উঠে।
গতকাল সকালে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জামায়াত প্রসঙ্গে প্রশ্নের জবাব না দিয়ে সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেন ড. কামাল হোসেন।

অনললাইন পাঠকদের কাছে ইনডিপেনডেন্ট টিভির প্রশ্ন ছিল- “সংবাদকর্মীদের ওপর ড. কামালের ক্ষোভ সমর্থন করেন কি? আপনার মতামত জানান। জরিপে অংশ নিন আজ ১৪ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফেসবুক পেইজে। জরিপের ফলাফল সন্ধ্যা ৭টার সংবাদে প্রার করা হবে।”
রাত সোয়া আটটায় ফেসবুক পেইজ ‘ইনডিপেনডেন্ট২৪,টিভি’ (independent24.tv) এ প্রদর্শিত ফলাফলে দেখা যায়, জরিপে হ্যা এর পক্ষে ভোট ৮১% এবং না এর পক্ষে ১৯%। আর ভোটারের সংখ্যা প্রদর্শিত হচ্ছিল ৩২ হাজার ১শ’ জন।
সাংবাদিকদের সঙ্গে আলাপে ড. কামাল প্রথমে বলেন, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের বিরুদ্ধে যারা কাজ করছেন, লোভ-লালসা নিয়ে লুটপাট করছেন তাদের হাত থেকে দেশকে মুক্ত করবো। লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি, সবার জন্য অর্থপূর্ণ করি। ঐক্যফ্রন্ট শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য কাজ করে যাচ্ছে। এর জন্য শর্ত হচ্ছে জনগণের ঐক্য।
তার কথার শেষে জামায়াতের বিষয়ে তার অবস্থান প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে ড. কামাল প্রথমে এডিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আবারও প্রশ্ন করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে প্রশ্নকারি সাংবাদিককে ‘চুপ করো, খামোশ’ বলেন।

তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আওয়ামী লীগ

তারেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আওয়ামী লীগ


বিএনপির মনোনয়ন বোর্ডে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে ইসিতে লিখিত অভিযোগ করেছে আওয়ামী লীগ। রোববার বি‌কেল আওয়ামী লী‌গের এক‌টি প্র‌তি‌নি‌ধি দল ইসিকে এই অভিযোগ করেন।
রোববার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ সংবলিত লিখিত আবেদনটি হস্তান্তর করে।
অভিযোগে তারা বলেন, তারেক রহমানের টেলিকনফারেন্সে দেয়া বক্তব্য এবং সাক্ষাৎকার গ্রহণ নির্বাচনী আইন এবং সর্বোচ্চ আদালতের সুষ্পষ্ট নির্দেশনার লঙ্ঘন। একই সঙ্গে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করতে অনুরোধ জানান তারা।
ক্ষমতাসীন দলের এই প্রতিনিধি সন্ধ্যায় ইসিতে এসে তাদের অভিযোগ দাখিল করার আগে বিকালে নির্বাচন কমিশনার রফিকুল তালুকদার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন, তারেকের বক্তব্য প্রদানের বিষয়টি কেউ প্রমাণসহ অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। যদি কেউ তথ্য প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন, তাহলে আমরা আইনের মধ্যে থেকে যদি কিছু থাকে, তাহলে ব্যবস্থা নেয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে বলব। আর যদি আইনের ভেতর কিছু না থাকে, তাহলে আমরা নিজেরা (কমিশন) বসে কী করতে পারি সেটা পর্যালোচনা করে দেখে তার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে ঐক্যফ্র‌ন্টের বিরু‌দ্ধে নির্বাচনী আচারণবি‌ধি ভ‌ঙ্গের অভিযোগ করতে নির্বাচন ক‌মিশ‌নে গেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন সন্ধ্যা ৬টায় আওয়ামী লী‌গের এক‌টি প্র‌তি‌নি‌ধি দল সেখা‌নে গেছেন ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন আ‌ওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ম‌হিবুল হাসান চৌধুরী নওফেল।
তি‌নি জানান, আমরা ক‌য়েকজন ঐক্যফ্র‌ন্টের আচারণ বি‌ধি লঙ্ঘ‌নের অভিযোগ জানা‌তে সেখা‌নে যা‌চ্ছি।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। আর ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, লন্ডনে পলাতক তারেক জিয়া মনোনয়ন প্রত্যাশীদের ভিডিও সাক্ষাৎকার নিচ্ছেন।
আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ও পলাতক একজন আসামি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, আমি জাতির কাছে বলতে এখন পারি, একজন দণ্ডিত পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কিনা? জাতির কাছে আমি এর বিচার চাইছি। নির্বাচন কমিশনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি। দুটি মামলায় দণ্ডিত পলাতক এরকম কেউ এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কিনা- আমি সেটি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি।
উল্লেখ্য, বিএনপির দ্বিতীয় সর্বোচ্চ নেতা তারেক রহমান লন্ডন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে রোববার দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন।

ইত্যাদি’র শুটিংয়ের খবরে উৎফুল্ল সুনামগঞ্জ

ইত্যাদি’র শুটিংয়ের খবরে উৎফুল্ল সুনামগঞ্জ


দেশের উত্তর পূবর্ দিগন্তের সুনামগঞ্জ জেলার উত্তরে মেঘালয় পাহাড় ঘেঁষা আর স্বচ্ছ নীল জলের লম্বাটে শহিদ সিরাজ লেকে ইত্যাদির দৃশ্যায়ন হবে আজ সোমবার। সেই লক্ষ্যেই ইত্যাদির কতৃর্পক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শহীদ সিরাজ লেকের উত্তরে সবুজ ছোট টিলার পাশেই হাওর। পশ্চিমে টেকেরঘাট খনিজ প্রকল্পের পরিত্যক্ত দৃষ্টিনন্দন স্থাপনা ও ক্যাম্পাস এবং পূবের্ বাংলাদেশ ও ভারত জিরো পয়েন্ট বড়ছড়া এলাকা। প্রকৃতি সুন্দর এমন একটি স্থানেই বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দৃষ্টিনন্দন সেট তৈরি করেছেন ফাগুন অডিও ভিশনের কণর্ধার বিখ্যাত উপস্থাপক হানিফ সংকেত। তারা এমন একটি দৃষ্টিনন্দন স্থান বাছাইয়ের জন্য ইত্যাদি টিমকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে এই খবরে উৎফুল্ল তাহিরপুর উপজেলাসহ গোটা সুনামগঞ্জ জেলার সবর্স্তরের মানুষ। এ উপলক্ষে বিশেষ সাড়া পড়েছে জেলাজুড়ে। জানা গেছে, গত বছর থেকেই ইত্যাদি টিমের সহকারীরা সুনামগঞ্জের গণমাধ্যমের কয়েকজন প্রতিনিধির সহযোগিতা নেন স্থান নিধার্রণের। তখন সুনামগঞ্জের সাংবাদিক শামস শামীমসহ কয়েকজন গণমাধ্যমকমীর্ শহিদ সিরাজ লেকসহ কয়েকটি স্থানের নাম দেন। সংশ্লিষ্টরা সরেজমিন ঘুরে পবতীের্ত শহীদ সিরাজ লেককেই চূড়ান্ত করেন। 

তাহিরপুর উপজেলা নিবার্হী অফিসার পূণের্ন্দু দেব বলেন, প্রশাসনিক অনুমতি শেষে ইত্যাদি পরিচালনার জন্য শহিদ সিরাজ লেক চূড়ান্ত করেছেন সংশ্লিষ্টরা। আমরা তাদের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি। তাহিরপুর থানার ওসি নন্দন কান্দি ধর জানান, ইত্যাদি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি।

কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।

কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া।

গতকাল রোববার সকালে মুম্বাইয়ের মহিলা হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন তিনি। জানা গেছে, বতর্মানে মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন। এর আগে নেহা ধুপিয়ার মা হওয়ার খবর নিয়ে গুজব উঠেছিল বলিউডে। এমনকি বিয়ের আগেই অন্তঃসত্ত¡ার খবর রটে। পরে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি প্রকাশ করে সেকথা মেনেও নিয়েছিলেন নেহার স্বামী অঙ্গদ বেদি? জানিয়েছিলেন, শীঘ্রই তাঁদের সংসারে আসছে নতুন অতিথি। এমন সুখবর পেয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন পরিচালক করণ জোহর, অভিনেতা রীতেশ দেশমুখ-সহ বলি দুনিয়ার তারকারা। অবশেষে সেই দিনটি এসে গেল? তাও আবার বিয়ের ছ’মাসের মাথায়ই।? 

২০০২ সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন নেহা ধুপিয়া? তারপরই হিন্দি ছবির জগতে যাত্রা শুরু।?অভিনয়ের ফঁাকে মন দেয়া-নেয়ার পর জীবনসঙ্গী হিসাবে বেছে নেন কিংবদন্তি ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে অভিনেতা অঙ্গদ বেদিকে। চলতি বছর সোনমের বিয়ে নিয়ে যখন মেতে উঠেছিল গোটা বলিউডপাড়া, ঠিক তখনই (১০ মে) চুপিসারে চারহাত এক হয় নেহা-অঙ্গদের বিয়ের কয়েক মাস পর থেকেই অন্তজাের্ল ভাইরাল হতে থাকে গভর্বতী নেহার একের পর এক ছবি। এবার নতুন অতিথির আগমনে খুশি তারকা কাপল।?

সম্প্রতি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টেনিসতারকা সানিয়া মিজার্। তার ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদিকে কয়দিন আগে নিজেদের দ্বিতীয় সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শাহিদ কাপুর ও মীরা রাজপুত। এবার নেহা-অঙ্গদের কন্যাকে দেখার অপেক্ষায় তাদের অনুরাগীরা।

কাজে ফেরার প্রস্তুতি পূণির্মার

কাজে ফেরার প্রস্তুতি পূণির্মার


বেশকিছুদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে পেশাগত কাজ থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা পূণির্মা। তবে সুস্থ হয়ে আবারও তিনি তার পেশাগত কাজে ফিরেছেন। এরইমধ্যে গাজীপুরে একটি অনুষ্ঠানে উপস্থাপনাও করেছেন তিনি। আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ফেরদৌস’র প্রযোজনা সংস্থা ‘নূজহাত ফিল্মস’ ও নেয়ামুলের প্রযোজনা সংস্থা ‘ইচ্ছেমতো’ প্রযোজিত নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার শুটিং। এই সিনেমায় পূণির্মাকে একজন এনজিওকমীর্র চরিত্রে অভিনয়ে দেখা যাবে। যেহেতু একজন এনজিওকমীর্ হিসেবে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্তে তাকে ছুটে বেড়াতে হবে তাই তাকে গল্প অনুযায়ী একটি স্কুটিতে চড়ে গ্রামের পর গ্রামে ঘুরে বেড়াতে হবে। আর তাই প্রয়োজন হয়ে দেখা দিয়েছে পূণির্মার স্কুটি শেখার। তাকে স্কুটি শেখানোর গুরু দায়িত্ব নিয়েছেন ফেরদৌস। এরইমধ্যে গত শুক্রবার থেকে ফেরদৌস পূণির্মাকে স্কুটি চালানো শেখাচ্ছেন। টানা এক সপ্তাহ তিনি এই স্কুটি চালানোর প্রশিক্ষক হিসেবে পূণির্মাকে স্কুটি শেখাবেন।

পূণির্মা বলেন, ‘গাঙচিলের গল্পের প্রয়োজনেই পরিচালক এবং প্রযোজকের আগ্রকে কষ্ট হলেও আমি স্কুটি চালানো শিখছি। এর আগে স্কুটি বা সাইকেল চালানো কখনোই শিখিনি আমি। তবে আমার বিশ্বাস কয়েকদিনের টানা চেষ্টায় বেশ ভালো স্কুটি চালানো শিখে ফেলব, সেই আত্মবিশ্বাস আছে আমার। ফেরদৌসকে ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে স্কুটি চালানোতে সহযোগিতা করছে। আমার খুউব ভালো একজন বন্ধুর কাছে আমি এটা শিখছি এটাও অবশ্য আমার অনেক ভালোলাগার।’ ওবায়দুল কাদেরের গল্পে ‘গাঙচিল’র চিত্রনাট্য করেছেন মারুফ রেহমান। 

এদিকে ডিসেম্বরের শুরুতেই ফেরদৌস ও পূণির্মার নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ সিনেমারও শুটিং শুরু হবে। পূণির্মা নিয়মিত আরটিভিতে প্রচার চলতি ‘এবং পূণির্মা’রও উপস্থাপনা করছেন। গত শুক্রবার তার নিমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মিনার ও প্রীতম।

বিএনপি প্রাথীের্দর যোগ্যতা শেষ পযর্ন্ত টিকে থাকা!

বিএনপি প্রাথীের্দর যোগ্যতা শেষ পযর্ন্ত টিকে থাকা!
রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন মিজার্ ফখরুল ইসলাম আলমগীরসহ মনোনয়ন বোডের্র সদস্যরা

মনোনয়নপ্রত্যাশী এক নেতা বলেন, বোডর্ সদস্যরা বলছেন, ‘এবার একটা ভিন্ন পরিস্থিতিতে ভোট হচ্ছে। এখানে ক্ষমতাসীনদের সঙ্গে টিকে থাকতে হবে। ভোটের মাঠ ছেড়ে দেয়া যাবে না
একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার রোববার সকালে শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সকাল নয়টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কাযার্লয়ে দলটির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়। রোববার রংপুর ও রাজশাহী বিভাগের আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। পঞ্চগড়-১ আসনের প্রাথীের্দর সাক্ষাৎকারের মধ্য দিয়ে এই কাযর্ক্রম শুরু হয়। প্রথম সাক্ষাৎকার দেন ওই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ইউনুস আলী নামের এক নেতা।

সাক্ষাৎকারের শুরুতেই বিএনপির মনোনয়ন বোডের্র সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের জানিয়েছেন, কোন নেতার কী অবদান, বিগত ১২ বছর কে কী করছেন, সে খবর দলের কাছে আছে। এরপরই প্রাথীর্র কাছে প্রশ্ন করা হচ্ছে, এই ১২ বছর প্রাথীর্ সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের দ্বারা কী ধরনের হয়রানির শিকার হয়েছেন? তৃণমূলের নেতাকমীের্দর পাশে কীভাবে ছিলেন? এবং নিজে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন?

এরপর সাক্ষাৎকারের জানতে চাওয়া হচ্ছে, এলাকায় প্রাথীর্র অবস্থান কতটা শক্তিশালী। সবাইকে ঐক্যবদ্ধ করে ভোটের লড়াইয়ে থাকতে পারবে কিনা?

যেসব প্রাথীর্র কমর্কাÐ, নিজ নিজ আসনে অবস্থা ভালো এবং মনোনয়ন পাওয়ার সব যোগ্যতা আছে, তখন ওই প্রাথীর্র কাছে জানতে চাওয়া হচ্ছে, ভোটের মাঠে শেষ পযর্ন্ত টিকে থাকতে পারবেন তো?

বিএনপির মনোনয়ন বোডের্র সাক্ষাৎকার দিয়েছেন- এমন কয়েকজন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। মনোনয়নপ্রত্যাশী ওই নেতারা বলছেন, মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কথাটি জানতে চান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির একজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলেও এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এই নেতা বলেন, এবার ভিন্ন পরিস্থিতিতে বিএনপি নিবার্চন করছে। এ কারণে এটি নিশ্চিত হওয়া দরকার, ওই প্রাথীর্ আগেই মাঠ ছেড়ে দেবেন, নাকি শেষ পযর্ন্ত বিরূপ পরিস্থিতে সরে দঁাড়াবেন, সেটা জানতে চাওয়া হচ্ছে। এবার প্রাথীের্দর যোগ্যতার ক্ষেত্রে এটিও বিবেচনায় নেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মনোনয়নপ্রত্যাশী বলেন, মনোনয়ন বোডের্র সদস্যরা বলছেন, সম্প্রতি একসঙ্গে বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। এই নিবার্চনের উদাহরণ টানা হয়েছে। তারেক রহমান ও বোডের্র সদস্যরা তার কাছে জানতে চেয়েছেন, ভোটের মাঠে শেষ পযর্ন্ত তিনি টিকে থাকতে পারবেন কিনা। যুক্তি হিসেবে নেতারা বলছেন, তিন সিটি করপোরেশন নিবার্চনের মধ্যে সিলেটে বিএনপির মেয়রপ্রাথীর্ আরিফুল হক ও রাজশাহীর মেয়রপ্রাথীর্ মোসাদ্দেক হোসেন বুলবুল ভোটের মাঠে শেষ পযর্ন্ত ছিলেন। এর মধ্যে আরিফুল হক জয় পেয়েছেন। আর বুলবুল একাই লড়াই করছেন। নেতারা বলছেন, বুলবুলের সঙ্গে স্থানীয় নেতারা মাঠে নামলে সেখানেও বিএনপি বিজয় পেতে পারত।

বিএনপির নেতারা বরিশালে দলটির মেয়রপ্রাথীর্ মুজিবর রহমান সরোয়ারের সরে দঁাড়ানোর দিকেও ইঙ্গিত করেছেন।

মনোনয়নপ্রত্যাশী ওই নেতা বলেন, বোডর্ সদস্যরা বলছেন, ‘এবার একটা ভিন্ন পরিস্থিতিতে ভোট হচ্ছে। এখানে ক্ষমতাসীনদের সঙ্গে টিকে থাকতে হবে। ভোটের মাঠে ছেড়ে দেয়া যাবে না। তাই আমার কাছে মনে হয়েছে, যারা নিজ নিজ এলাকায় বিরূপ পরিবেশের সঙ্গে লড়াই করে ভোটের মাঠে থাকতে পারবেন, ভোটারদের সঙ্গে থাকতে পারবেন, তঁাদেরই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি।’ তিনি আরও বলে, প্রাথীের্দর নাভর্ কতটা শক্ত, প্রাথীর্র জন্য স্থানীয় নেতা-কমীর্রা কতটা ত্যাগ শিকার করতে পারবেন, সেটা দেখা হচ্ছে।

মনোয়ন বোডের্ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর। বোডের্র আরেক সদস্য স্থায়ী কমিটির নেতা মিজার্ আব্বাস অনুপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া দুই দুনীির্ত মামলার সাজায় গত ফেব্রæয়ারি থেকে কারাবন্দি। তার অবতর্মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। দুনীির্তর দুই মামলায় ১৭ বছর এবং ২১ আগস্ট গ্রেনেড মামলায় যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে গত এক দশক ধরে তিনি আছেন লন্ডনে। 

বিএনপির দপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে, রংপুর বিভাগে পঞ্চগড়, ঠাকুরগঁাও, দিনাজপুর, নিলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার ৩৩টি সংসদীয় আসনের জন্য আড়াইশ প্রাথীর্ দলীয় মনোনয়ন পেতে সাক্ষাৎকার দেন।

মনোনয়ন প্রত্যাশীরা ছাড়াও দলের সংশ্লিষ্ট জেলা ও মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন সাক্ষাৎকারে।

সকাল ৯টায় দলের পালাের্মন্টারি বোডের্ প্রথম ডাক পড়ে পঞ্চগড়-১ আসনের মনোনয়নপ্রত্যাশীদের। এ আসনের দলের মনোনয়ন চেয়েছেন তিন জন। এরা হলেন ইউনুস শেখ, ব্যারিস্টার নওশাদ জমির ও তৌহিদুল ইসলাম।

২০০১ সালের নিবার্চনে এই আসনে প্রাথীর্ হয়ে সংসদ সদস্য নিবাির্চত হয়েছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, পরে তিনি ওই সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন।

তিনি এবার আছেন পালাের্মন্টারি বোডের্। আর তার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির ওই আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে সাক্ষাৎকার দেন।

রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে এক ঘণ্টা বিরতি দিয়ে বেলা আড়াইটা থেকে শুরু হয় রাজশাহী বিভাগে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার।

এই বিভাগে জয়পুরহাট, বগুড়া, চঁাপাইনবাগঞ্জ, নওগঁাও, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৩৯টি সংসদীয় আসনের মনোনয়নের জন্য তিন শতাধিক আবেদন জমা পড়ে বিএনপির দপ্তরে।

নিধাির্রত সূচি অনুযায়ী, আজ বরিশাল ও খুলনা বিভাগ; মঙ্গলবর চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট; বুধবার ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার হবে।

এই সাক্ষাৎকারের কারণে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কাযার্লয়ের সামনের সড়কের মোড়ে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমার রশিদ নিয়ে আসতে বলা হয়েছে। তাদের কমীর্-সমথর্ক নিয়ে আসতে নিষেধ করা হলেও অনেকেই ১০/১২ জনকে সঙ্গী করে যান।

এবার থার্টিফার্স্টে কোনো অনুষ্ঠান না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার থার্টিফার্স্টে কোনো অনুষ্ঠান না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবার থার্টিফার্স্টে কোনো অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান না করার অনুরোধ জানান তিনি।
রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টিফার্স্ট নাইটে কোথাও কোনো আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। নির্বাচনের কারণে এবার উন্মুক্ত স্থানের পাশাপাশি বাসা-বাড়ির ছাদেও থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠান করা যাবে না।
তিনি বলেন, আগের দিনই দেশের একাদশ জাতীয় নির্বাচন হবে এবং পর দিন ইংরেজি বর্ষ বিদায়ের আনুষ্ঠানিকতা। এজন্য কোনো আয়োজন না রাখার তাগিদ দেন তিনি।
তবে নির্বাচনের আগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিনে প্রতিটি গির্জায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

খালেদা জিয়াকে নিয়ে বই প্রকাশ

খালেদা জিয়াকে নিয়ে বই প্রকাশ


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও নানা ঘটনা প্রবাহ নিয়ে লেখা ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র মুক্তির কয়েক দিনের মধ্যেই কারাবন্দি খালেদা জিয়াকে নিয়ে বইটি প্রকাশিত হলো।
মাহফুজ উল্লাহর লেখা বইটি প্রকাশ করেছে দি ইউনিভার্সেল একাডেমি। ৭১৮ পৃষ্ঠার এই গ্রন্থের দাম ২০০০ টাকা।
রোববার বিকেলে ঢাকার গুলশানের হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি’ গ্রন্থের প্রকাশনা উৎসব হয়।
গত শতকের আশির দশকের প্রথম দিকে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর একেবারে গৃহিণী থেকে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। বলা হয়, ক্যান্টনমেন্টে গড়া দল বিএনপির জনভিত্তি তৈরি হয় খালেদা জিয়ার হাতেই। এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ার পর ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তিনি।
এরপর বহু চড়াই-উত্রাই পেরিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়ে চলছেন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি তিনি। এর মধ্যে আরেকটি মামলায়ও তার বিরুদ্ধে রায় হয়েছে।
গ্রন্থের লেখক মাহফুজ উল্লাহ বলেন, খালেদা জিয়া জনমানুষের রাজনীতিবিদ বলেই এই বইয়ের নামকরণ করা হয়েছে হার লাইফ, হার স্টোরি। খালেদা জিয়া যে বয়সে বিধবা হয়েছেন, এর পর বাকি জীবন আজ পর্যন্ত দেশ ও দেশের মানুষের জন্য নিবেদন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে বাতিঘর হিসেবে দাঁড়িয়ে আছেন। বেগম জিয়া হচ্ছেন বাংলাদেশের রাজনীতির একজন বংশীবাদক। বইটি পড়লে পাঠকরা বুঝবেন এই বইটি হচ্ছে মোহিনী নেতৃত্ব এবং গণতন্ত্রের জন্য সংগ্রামের একমন্যতা।
গ্রন্থটির ওপর আলোচনা করেন সাবেক রাষ্ট্রদূত এম আনোয়ার হাশিম, নিউ এইজ সম্পাদক নুরুল কবীর, কলামিস্ট ইফতেদার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়লা এন ইসলাম, অধ্যাপক আসিফ নজরুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, সৈয়দ কামালউদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, মোস্তাফিজুর রহমান ইরান, তাবিথ আউয়াল, শামা ওবায়েদ, জেবা খান প্রমুখ।
মানবকণ্ঠ/এসএস

মানুষের কল্যাণের জন্য ভোটে নির্বাচিত হতে চান বেবী নাজনীন

মানুষের কল্যাণের জন্য ভোটে নির্বাচিত হতে চান বেবী নাজনীন


মানুষের কল্যাণে নিজেকে আরো বেশি করে নিয়োজিত করতে ভোটে জয় চান জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবী নাজনীন। তিনি নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের সাম্ভাব্য প্রার্থী। রোববার তিনি গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে মনোনয়ন পেতে সাক্ষাতকার দিয়েছেন। 
ওখান থেকে বের হয়ে, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক বলেন, ‘আমি দলের মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী।’ বেবী নাজনীন বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করবো। আমি সংগীতে কাজ করছি, এখন রাজনীতির মাধ্যমে আমার এলাকা আর সংগীত জগতের মানুষ, সবার জন্য কাজ করবো।’
তিনি বলেন, জনকল্যাণমূলক কাজে অনেক আগে থেকেই সম্পৃক্ত আমি। ভোট পেয়ে জনপ্রতিনিধি হতে পারলে কল্যাণমূলক কাজে নিজেকে আরো বেশি উজার করে দিতে পারব। 
এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও সাক্ষাৎকার দিয়েছেন মো. আমজাদ হোসেন সরকার, কৃষিবিদ পারভীন আক্তার ও বিলকিস আক্তার।
এছাড়া গাইবান্ধা-১ আসনে মো. মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, ডা. জিয়াউল হক, গাইবান্ধা-২ আসনে খন্দকার আব্দুল আহাদ, আনিসুজ্জামান খান, মাহমুদুন নবী টিটুল, গাইবান্ধা-৩ আসনে ড. মঈনুল হাসান সাদী, ড. মিজানুর রহনান মাসুম, গাইবান্ধা- ৪ আসনে অধ্যাপক আনিসুল হক, ফারুক কবির আহম্মেদ, ফারুক আহম্মেদ, শামীম কাওসার লিঙ্কন সাক্ষাৎকার দিয়েছেন।
গাইবান্ধা-৫ আসনে সাক্ষাৎকার দিয়েছেন সেলিম আহম্মেদ তুলি, মোহাম্মদ আলী, হাসান সরকার, মইনুল ইসলাম শামীম, নাজমুল ইসলাম নয়ন, তোফায়েল আহম্মেদ, ফারুক আলম সরকার।
লালমনিরহাট-১ আসনে রাজীব প্রধান, মাওলানা সাজু পাটোয়ারী, লালমনীরহাট-২ আসনে সালেহ উদ্দীন আহম্মেদ হেলাল, ড. রোকনুজ্জামান, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, লালমনিরহাট-৩ অাসনে আসাদুল হাবীব দুলু, কুড়িগ্রাম-১ আসনে সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম-২ এ সোহেল হোসেন কায়কোবাদ,আবু বক্কর সিদ্দিক
কুড়িগ্রাম-৩ আসনে তাসবিরুল ইসলাম,আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে অধ্যাপক মোখলেসুর রহমান, আজিজুর রহমান, ইমান আলী সাক্ষাৎকার দিয়েছেন ।
দিনাজপুর-৩ আসনে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সৈয়দ জাহাঙ্গীর আলম, শাহরিয়ার কবির ডন, হাফিজুর রহমান, দিনাজপুর-৬ আসনে শাহাবুদ্দীন সুজন প্রমুখ রোববার সাক্ষাৎকার দেন।

আইনে থাকলে তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা : ইসি

আইনে থাকলে তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা : ইসি


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, আইনে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা বলেছেন, আমরা শুনেছি। আমাদের কাছে এখন পর্যন্ত এ ধরনের কোনো কিছু মনিটরিংয়ে নিজস্ব ক্যাপাসিটি নাই।
যদি কেউ তথ্য-প্রমাণসহ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেন তাহলে আমরা আইনের মধ্যে যদি কিছু থাকে, তাহলে ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে বলব।
রোববার রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, আর যদি আইনের ভেতর কিছু না থাকে তাহলে আমরা নিজেরা বসে কী করতে পারি, সেটা পর্যালোচনা করে দেখে তারপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। 
(উল্লেখ তারেক রহমান আদালতে দণ্ডপ্রাপ্ত

সাক্ষাৎকার কারা নেবেন সেটা বিএনপির নিজস্ব ব্যাপার: ফখরুল

সাক্ষাৎকার কারা নেবেন সেটা বিএনপির নিজস্ব ব্যাপার: ফখরুল



মনোনয়ন চূড়ান্ত করতে কারা সাক্ষাৎকার নেবেন সেটা দলের নিজেদের ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা নিয়ে কথা বলার এখতিয়ার কারও নেই। আমার দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কিভাবে নেব এটা আমার সিদ্ধান্ত। ভিডিও কনফারেন্সে না কী সরাসরি সাক্ষাৎকার নেয়া হবে সেটা নিজেদের ব্যাপার।
রোববার বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার‌্যালয়ে সাংবাদিক তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা নির্বাচনে গেছি। সেই জন্য আনুষ্ঠানিকতার কাজগুলো করছি। আজকে আমাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষৎকার গ্রহণ শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, আমরা মনে করছি না, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণ মূলক নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়েছে। যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘকাল আন্দোলন সংগ্রাম করছি। সরকার এক তরফা, একদলীয় নির্বাচন করার পায়তারা করে যাচ্ছে।
তিনি বলেন, ২০ দল, জাতীয় ঐক্যফ্রন্টসহ একটি ফলপ্রসূ ও অর্থবহ নির্বাচনের দাবি সব সময় তুলে ধরছে। আমরা নিজেরাও সংলাপে গিয়েছি।
এর আগে সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে স্কাইপির মাধ্যমে মনোনয়ন বোর্ডে যুক্ত হন তিনি।
বিএনপির মনোনয়ন বোর্ডে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দের দিন ১০ ডিসেম্বর।
মানবকণ্ঠ/এসএস

তিন প্রশ্ন শেষে সবাইকে গণসংযোগের নির্দেশ

তিন প্রশ্ন শেষে সবাইকে গণসংযোগের নির্দেশ

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। রোববার প্রথম দিনে রংপুর ও রাজশাহী বিভাগের সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিয়েছে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত দলের মনোনয়ন বোর্ড। মনোনয়ন বোর্ডে লন্ডন থেকে স্কাইপিতে সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সকাল ৯ টা ৪০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। মধ্যাহ্ন বিরতি দিয়ে সাক্ষাতকার চলে রাত অবধি। প্রথম ধাপে রংপুর বিভাগের ৩৩ টি আসনে ১৫৮ জন এবং দ্বিতীয় ধাপে রাজশাহী বিভাগের ৩৯টি আসনে ৩৬৮ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার নেয়া হয়।
জানা গেছে, আসনভিত্তিক মনোনয়ন প্রত্যাশীদের ডেকে একসাথে সাক্ষাতকার নেয়া হয়েছে। মনোনয়ন বোর্ডের তিনটি প্রশ্ন ছিল কমন। এগুলো হচ্ছে- কেন দল থেকে মনোনয়ন দেওয়া হবে। আন্দোলন সংগ্রামে তার অবদান কী এবং মনোনয়ন দিলে জয়লাভ করার সম্ভাবনা কতটুকু। তারেক রহমান নিজেও মনোনয়ন প্রত্যাশীদের নানা বিষয়ে প্রশ্ন করেছেন।


নির্বাচনে দায়িত্ব পেলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান প্রকাশ: ৪ ঘণ্টা আগে

নির্বাচনে দায়িত্ব পেলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: সেনাপ্রধান  প্রকাশ: ৪ ঘণ্টা আগে


সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, 'আগামী মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে সেনাবাহিনীকে সম্ভবত নিয়োগ করা হবে। নির্বাচনে সেনা মোতায়েন হলে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী। আমরা অতীতেও এই দায়িত্ব পালন করেছি। আমরা পেশাদারিত্বের সঙ্গে অতীত অভিজ্ঞতার আলোকে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব।'
রোববার দুপুরে সাভার সেনানিবাসের সিএমপিসিঅ্যান্ডএসের প্যারেড গ্রাউন্ডে অ্যাডহক ১১ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে (মেকানাইজড) রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, 'দেশের উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে নির্বাচন কমিশনের যে কোনো নির্দেশ পালনে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের সব নির্দেশনা পালনের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে- সেনাপ্রধান হিসেবে এটা আমার নির্দেশ।'
তিনি আরও বলেন, বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশের যে স্ট্যাটাস আমরা পেয়েছি, তা বাস্তবায়ন করতে হলে দেশের আর্থসামাজিক, শিক্ষা, অবকাঠামোসহ সব ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হচ্ছে, তা ধরে রাখতে হবে। আর এ অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে পারলে ২০২৪ সাল নাগাদ উন্নয়নশীল দেশের স্ট্যাটাস স্থায়ী হবে। তাই দেশে সুষ্ঠু পরিবেশ ও অর্থনৈতিক অগ্রগতি রক্ষার যদি কোনো দায়িত্ব পালন করতে হয়, সেনাবাহিনী তা করবে। এজন্য দেশ ও জনগণের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকতে হবে।
সৈনিকদের উদ্দেশে জেনারেল আজিজ আহমেদ বলেন, একটি আধুনিক, যুগোপযোগী ও শক্তিশালী সেনাবাহিনী গঠনের প্রয়োজনীয়তা অপরিহার্য। ২০২১ সালের রূপকল্পের ধারাবাহিকতায় ও বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল্ড ২০৩০-এর আলোকে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে সেনাবাহিনীতে নিয়মিত, ডিভিশন সাপোর্ট, মেকানাইজড ও প্যারা- এই চার প্রকারের পদাতিক ব্যাটালিয়ন প্রচলিত রয়েছে। এ ছাড়া গত ৮ থেকে ৯ বছরে সমরাস্ত্রসহ আরও নতুন তিনটি ডিভিশন সংযোজন হওয়া বিরল ঘটনা বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।
এ সময় প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে প্রধান অতিথি সেনাপ্রধানকে স্বাগত জানান প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, পৌর মেয়র হাজী আবদুল গনি ও জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে সাভার ডিওএইচএসের ভেতরে সেনা স্কুল ও কলেজ, লেক-১ ও লেক-২ এবং কেন্দ্রীয় মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় তিনি ডিওএইচএসে একটি বকুল ফুলের চারা রোপণ করেন। পরে তিনি ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেনা শপিং কমপ্লেক্স উদ্বোধন করেন। এ ছাড়া পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকায় সেনা রেসিডেনসিয়াল এরিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ১৯৯৯ সালে সেনাবাহিনীর কলেবর বৃদ্ধিসহ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাশাপাশি দ্বিতীয় পদাতিক রেজিমেন্ট হিসেবে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়।

চ্যারিটেবল ট্রাস্ট্র দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আপিল

চ্যারিটেবল ট্রাস্ট্র দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আপিল


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্র দুর্নীতি মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার আইনজীবীরা।
রোববার হাইকোর্টের সংশ্নিষ্ঠ শাখায় আপিল আবেদন দাখিল করা হয়েছে। হাইকোর্টের কোনো একটি বেঞ্চে শিগগিরই আপিলটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
খালেদার আইনজীবী প্যানেলের সদস্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সমকালকে বলেন, ৬৩৮ পৃষ্ঠার মূল রায়সহ প্রায় ৭০০ পৃষ্ঠার এই আপিলে সাজা বাতিল ও জামিনের আবেদন করা হয়েছে। আপিলে ২০টি যুক্তি দেখিয়ে খালাস চাওয়া হয়।
গত ২৯ অক্টোবর সাবেক কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট্র দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড দেন।
মামলার অপর তিন আসামি তিন আসামি আবদুল হারিছ চৌধুরী (পলাতক), জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি তাদের ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে কেনা কাকরাইলের ৪২ কাঠা জমি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।
রায়ের পনের দিন পর ১৪ নভেম্বর চ্যারিটেবল ট্রাস্ট্র দুর্নীতি মামলার ৬৩৮ পৃষ্টার পুর্ণাঙ্গ রায়ের সত্যয়িত কপি হাতে পান খালেদা জিয়ার আইনজীবীরা।
আপিলে খালেদা জিয়ার আপিল গ্রহণের জন্য এবং তার জরিমানা স্থগিত ও দণ্ড বাতিল চাওয়া হয়েছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগষ্ট তেজগাঁও থানায় মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক হারন-অর রশীদ।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই আদালত বিদেশ থেকে এতিমদের জন্য আসা অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে ৫ বছর সাজা দেন। ওই সাজার পর থেকে ৭৩ বছর বয়সী খালেদা জিয়া কারাগারে আছেন।

নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতেই হচ্ছে

নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতেই হচ্ছে


ঘুষ গ্রহণের মামলায় বিএনপি দলীয় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে চার বছর কারাদণ্ডাদেশ দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।
রোববার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে ৬৭ পৃষ্ঠার রায়টি প্রকাশ পায়। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ে থেকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করা হলে তা জাতীয় স্বার্থ, অর্থনীতি ও দেশের ভাবমূর্তির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
ঘুষ গ্রহণের মামলায় দণ্ডিত ব্যারিস্টার নাজমুল হুদা আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেও আসন্ন সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আইন বিশেষজ্ঞরা বলেছেন, সংবিধান অনুযায়ী একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে চার বছরের সাজাপ্রাপ্ত নাজমুল হুদা।
সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী তিনি (নাজমুল হুদা) জাতীয় নির্বাচনে অযোগ্য। সেখানে বলা আছে, 'নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনুণ্য দুই বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হইলে এবং মুক্তিলাভের পর পাঁচ বৎসরকাল অতিবাহিত না হইয়া থাকলে তিনি নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন।'
জানা যায়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য গত ৯ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যারিস্টার নাজমুল হুদা। ওইদিন বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে নাজমুল হুদার একজন প্রতিনিধি মনোনয়ন ফরমটি সংগ্রহ করেন।
২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ গ্রহনের মামলায় ২০০৭ সালের ২৭ আগষ্ট ব্যারিস্টার নাজমুল হুদাকে সাত বছর ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট তাদের খালাস দেন।
ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ। সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ২০১৪ সালের ১ ডিসেম্বর হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় বিচার করার নির্দেশ দেন। পুন:শুনানি শেষে গত বছরের ৮ নভেম্বর বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নাজমুল হুদার সাত বছর সাজা থেকে কমিয়ে চার বছর এবং তিন বছর কারাদণ্ডের পরিপ্রেক্ষিতে সিগমা হুদা যতটুকু সময় সিগমা হুদা কারাগারে ছিলেন, তা সাজাভোগ হিসেবে গণ্য হবে বলে রায়ে বলা হয়েছে। একই সঙ্গে নাজমুল হুদাকে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ বহাল রাখেন হাইকোর্ট।
রায়ের কপি পাওয়ার ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে বিচারিক আদালত আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। কিন্তু নাজমুল হুদা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিট করেন। রিটটি গত বছরের ১০ ডিসেম্বর খারিজ করে দেন হাইকোর্ট। এরপর তিনি আত্মসমর্পণ ছাড়াই আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন। এ বছরের ৭ জানুয়ারি সেই আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ। ফলে এ মামলায় নিম্ন আদালতে নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতেই হচ্ছে।
হাইকোর্টের দেয়া রায়ে বলা হয়, দুর্নীতি একটি অভিশাপ। সমাজের সবক্ষেত্রে দুর্নীতি দেখা যায়। দুর্নীতির সমাজের নৈতিক অবস্থান নষ্ট করে এবং সরকারি কর্মচারীর দুর্নীতি কেবল নৈতিক অবস্থানই নষ্ট করে না বরং এটি জাতীয় অর্থনীতি ও জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। সরকারের উচ্চপর্যায়ে থেকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করা হলে তা জাতীয় স্বার্থ, অর্থনীতি ও দেশের ভাবমূর্তির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
রায়ে আদালত বলেন, আপিলের কোনো সারবত্তা পাওয়া যায়নি। আপিল খারিজ করা হলো। বাকি সাজা ভোগ করতে বিচারিক আদালতের রায়ের কপি গ্রহণের ৪৫ দিনের মধ্যে আপিলকারী (নাজমুল হুদা) বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন। এতে ব্যর্থ হলে বিচারিক আদালত তাঁর গ্রেফতার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে।
ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ২০০৭-০৮ সালে (তত্ত্বাবধায়ক সরকারের সময়) তিনটি মামলা হয়। একটি জ্ঞাত-আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। দ্বিতীয়টি এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা হিসাবে ৬ লাখ টাকা অবৈধভাবে নেয়ার অভিযোগে। তৃতীয়টি আকতার হোসেন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মীর জাহির হোসেনের কাছ থেকে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ ধানমন্ডি থানায় মামলায়। প্রথম মামলাটিতে নাজমুল হুদাকে ১২ বছর সাজা দেন নিম্ন আদালত। আপিলে হাইকোর্ট প্রথম মামলাটি খারিজ করে তাকে শাস্তি থেকে অব্যাহতি দেন। দ্বিতীয় মামলাটির বিচার কার্যক্রম আদালতের আদেশে স্থগিত আছে।
ব্যারিস্টার নাজমুল হুদা বিভিন্ন মেয়াদে খাদ্য, তথ্য এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপির সঙ্গে টানাপোড়েন শুরু হলে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার আদেশের পরও বিএনপির পরিচয়েই রাজনীতিতে থাকার চেষ্টা করেন। অবশেষে ২০১২ সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন।
এরপর বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনালিষ্ট অ্যালায়েন্স (বিএনএ), বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) এবং সর্বশেষ 'তৃণমূল বিএনপি' গঠন করেন। সম্প্রতি এ দলটিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৭ শান্তিরক্ষী নিহত

কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৭ শান্তিরক্ষী নিহত


ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে বিদ্রোহী মিলিশিয়াদের বিরুদ্ধে এক সংঘর্ষে জাতিসংঘের সাতজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে আরো ১০ জন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। হতাহতরা তাঞ্জানিয়া এবং মালাউইর শান্তিরক্ষী বলে জানা গেছে।

বেনি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে কিদিদিইউয়ে এ অভিযানকালে এসব সৈন্য নিহত হয়। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একথা জানায়।

প্রায় এক বছর আগে বিদ্রোহীদের হামলায় ১৫ সৈন্য নিহত হওয়ার পর এসব শান্তিরক্ষীর মৃত্যু কঙ্গোতে জাতিসংঘ বাহিনীর সবচেয়ে বড় ক্ষতি।

কঙ্গোতে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জাতিসংঘ মিশনের (এমওএনইউএসসিও) শান্তিরক্ষী বাহিনীর সহকারি প্রদান জেনারেল বার্নাড কমিন্স বৃহস্পতিবার বলেন, জিহাদি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) বিরুদ্ধে মঙ্গলবার কঙ্গো সৈন্যের সহযোগিতায় সেখানে একটি যৌথ অভিযান শুরু করা হয়েছে। দেশটিতে বেসামরিক নাগরিকদের ওপর রক্তক্ষয়ী হামলা চালানোর জন্য এ গ্রুপকে দায়ী করা হয়।

তারেক রহমানের ভিডিও কনফারেন্স বিএনপির অভ্যন্তরীণ বিষয়

তারেক রহমানের ভিডিও কনফারেন্স বিএনপির অভ্যন্তরীণ বিষয়


প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারে তারেক রহমানের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ বিএনপির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার বিকাল ৫টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সকালে সচিবালয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দণ্ডিত হওয়া সত্ত্বেও বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও কনফারেন্সে কথা বলার বিষয়ে আমি জাতির কাছে বলতে এখন পারি, একজন দণ্ডিত পলাতক আসামি এ ধরনের বক্তব্য দিতে পারে কিনা?

মন্ত্রী নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, দুটি মামলায় দণ্ডিত পলাতক এ রকম কেউ এভাবে ভিডিও কনফারেন্স করে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে পারে কিনা- আমি সেটি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইছি।

ওবায়দুল কাদেরের এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, তারেক রহমানের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ বিএনপির অভ্যন্তরীণ বিষয়।

এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশন নিজেই আচরণবিধি ভঙ্গ করছে।


বিয়ের আগেই ৪৫০ কোটি টাকার বাংলো পেলেন ঈশা!

বিয়ের আগেই ৪৫০ কোটি টাকার বাংলো পেলেন ঈশা!


শিল্পপতি অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি।
আগামী ১২ ডিসেম্বর মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাসভবনেই বসবে এই বিয়ের আসর। দুই পরিবারের আত্মীয়, ঘনিষ্ঠ এবং বন্ধুদের হাজিরায় বিয়েতে এলাহি আয়োজন করা হচ্ছে। যোধপুরেও বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু অংশ সম্পন্ন করা হবে বলে খবর। কিন্তু, জানেন কি বিয়ের উপহার উপলক্ষে আম্বানি-কন্যাকে কি উপহার দিলেন হবু শ্বশুর অজয় পিরামল?
ভারতীয় গণমাধ্যমে খবর, বিয়ের পর আনন্দ পিরামলের সঙ্গে নতুন সংসার পাততে হবু বধূকে ইতিমধ্যেই ৪৫০ কোটির একটি বাংলো উপহার দিয়েছেন অজয় পিরামল। মুম্বাইয়ের ওড়লিতে সমুদ্রের দিকে মুখ করেই রয়েছে ওই বাংলো।
ওড়লিতে ৫০ হাজার স্কয়ার ফিটের ওই বাংলো ২০১২ সালে হিন্দুস্থান ইউনিলিভারের কাছ থেকে পিরামল গ্রুপের নামে কিনে নেন অজয় পিরামল। আর সেই বাংলোই এবার হবু পুত্রবধূর নামে করে দিলেন পিরামল গ্রুপের কর্ণধর। ৫তলার বাংলো তাই ইতিমধ্যেই সাজতে শুরু করেছে। ইশা-আনন্দের নতুন জীবনে যাতে কোনও বাধা না আসে, তার জন্যই আগেভাগে ৪৫০ কোটির বাংলো হবু পুত্রবধূকে উপহার দেন অজয় পিরামল।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি