নারী নির্যাতনের প্রতিবাদে বগুড়ায় সাংস্কৃতিক জোটের বিক্ষোভ সমাবেশ



পহেলা বৈশাখে ঢাকার টিএসসিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারী নির্যাতনের প্রতিবাদে ও অপরাধীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বগুড়ায় গতকাল শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বিকেলে শহীদ খোকন পার্কে সমাবেশ শেষে অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক কমিটির সদস্য সাদেকুর রহমান সুজনের সভাপতিত্বে ও সদস্য কবীর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জোটের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি তৌফিক হাসান ময়না, জেলা প্রতিনিধি এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া প্রেসকাবের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এড. নরেশ মূখাজ্র্জী, আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুস সামাদ পলাশ, মহিলা আওয়ামীলীগ নেত্রী হেফাজত আরা মিরা, হাসনা খাতুন, হোসনে আরা হাবীব, জোট নেতা আবু সাইদ সিদ্দিকী, মির্জা আহছানুল হক দুলাল, মতিয়ার রহমান, জয়ন্ত দেব, এইচ আলিম, এম ববি খান, আলমগীর কবির, মৌসুমী সুলতানা, আব্দুল আউয়াল, সাজ্জাদ আলী, লিপি প্রধান, খন্দকার এনামুল হক, আবু সাইদ অরুণ প্রমুখ। এতে জোটভুক্ত বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ছাড়াও নাট্য শিল্পী, কণ্ঠ শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, স্বাস'্য বিভাগসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃব"ন্দ এতে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট