শাহজালাল বিমান বন্দর থেকে ২ কোটি টাকার ওষুধ জব্দ


হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সোমবার রাতে ৪৭২ কার্টন অবৈধ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। এই ওষুধের বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার উম্মে নাহিদা আক্তার এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে বিমান বন্দরের এয়ারফ্রেইট (মালবাহী বিমান) থেকে ৭২টি কার্টনের ভেতরে অবৈধভাবে আনা ৪৭২ কেজি ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের মূল্য আনুমানিক ২ কোটি টাকা।

উম্মে নাহিদা আক্তার আরো জানান, হাড় ও স্নায়ুর ব্যাথাজনিত কারণে ব্যবহৃত এসব ওষুধ গত ২ মে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বাংলাদেশে আসে। চট্টগ্রামের বাডস ইস্টিজ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান গার্মেন্টস পণ্যের কথা বলে অবৈধভাবে এগুলো আনে বলে জানা যায়। এ ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ ।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট