শিরোনামঃ
Loading...
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সময় সূচি

T20-world-cup-2016-india-live

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে মার্চে।বিশ্বকাপের আগেই সূচিতে সংশোধন এনেছে আইসিসি। তাদের এই সংশোধনের ফলে ৫ মার্চ ধর্মশালায় অনুষ্ঠেয় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে।


সোমবার (২৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্ততিতে আইসিসি জানায়, এশিয়া কাপের চলতি আসরে বাংলাদেশের অসাধারণ পারফরমেন্সের কারণে প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। কেননা, আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে টাইগারদের এরই মধ্যে টুর্নামেন্টের ফাইনালে খেলার পথ অনেকটাই সহজ হয়েছে। তাই ওই প্রস্তুতি ম্যাচটি বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
উল্লেখ্য, এশিয়া কাপের চলতি আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের ৬ তারিখে। ফলে ফাইনালে উঠলে সঙ্গত কারণেই বাংলাদেশ ওই ম্যাচ খেলতে পারবেনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সময় সূচিঃ
৪ মার্চ ও ৬ মার্চ  বিন্দ্রায় নেদারল্যান্ডস, আফগানিস্তান, স্কটল্যান্ড ও ওমানের প্রস্তুতি ম্যাচগুলো দিনের দুইটি ভাগে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে আইসিসি।
প্রথম ম্যাচটি হবে বিকেল ৩টা থেকে ৬টা আর দ্বিতীয়টি হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১০টা ৪০ পর্যন্ত।
৪ মার্চ: নেদারল্যান্ড-আফগানিস্তান, বিন্দ্রা মোহালি স্টেডিয়াম (বিকেল ৩টা), স্কটল্যান্ড-ওমান (৭.৩০ মিনিট) একই ভেন্যু।
৬ মার্চ: স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, বিন্দ্রা, মোহালি স্টেডিয়াম (৩টা), ওমান-আফগানিস্তান (৭টা ৩০) একই ভেন্যু।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট