তিনি একজন মুক্তিযোদ্ধা

Freedom-fiter


"তিনি একজন মুক্তিযোদ্ধা "

ছবিতে যাকে দেখছেন তার নাম
 কাজী অাব্দুল বারিক, বয়স ৮৫ ছুঁই ছুঁই..

দেশের হয়ে যুদ্ধ করেছেন ১৯৭১ সালে।
বর্তমানে অভাব অনটনের দরুন তিনি একজন মুচি।
যাকে সহজ ভাষায় যদি বলি অামাদের পায়ের জুতা সেলাইয়ের কারিগর....!!!

থাকেন মিলপাড়া রাম চৌধুরী লেইন কুষ্টিয়াতে।
পরিবারে ৫ মেয়ে অার এক ছেলের বাবা তিনি কিন্তু সবাই বিয়ে করে নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত, স্ত্রী অাসমা খাতুনকে নিয়ে তার বেঁচে থাকার সংগ্রাম।

একসময় জুতার ব্যবসা করতেন,
শহরের এন এস রোডের মার্কেটে তাদের দোকান ছিলো,
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মহাজনের কাছে লোন থাকায় সব হারিয়ে অনেকটা নিঃস্ব তিনি মনোবল হারান নি,
থালা নিয়ে রাস্তায় ভিক্ষা বৃত্তি পেশাও বেছে নেন নি।

বরং নিজের পায়ে দাঁড়াতে এই বয়সে সকাল থেকে সন্ধ্যা অবধি বঙ্গবন্ধু মার্কেটের বিপরীতে জুতা সেলাই করেন
তাতেই তার সংসার চলে।

স্ত্রী অাসমা খাতুন অনেকটা অসুস্হ,
বড় মেয়ে দেখাশুনা করে মাঝে মাঝে কিন্তু তা অনেকটা অপ্রতুল।

মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেই,
তবে কমান্ডারের স্বাক্ষর করা একটা কাগজ অাছে।
সেটা দিয়ে এবার অাবেদন করেছেন।

স্বপ্ন দেখেন শেষ বয়সে অন্তত মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়ে যেন বিদায় নিতে পারেন।

" কোন সাহায্য চাননা, কারো দয়াও নয় "

" শুধু চান সাদা কফিনের উপর এক টুকরো লাল সবুজের পতাকা "

#স্যালুট

( সকল ভাইয়া, অাপু সকলের দৃষ্টি অাকর্ষণ করছি,
যাতে মুক্তিযোদ্ধা অাব্দুল বারিকের কথা কোন একটা কলামে উঠে অাসে।

অাপনাদের কারো পরিচিত গণমাধ্যমের কেউ থাকলে অনুরোধ করছি তাদের একটু মেনশন করবেন )

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট