ভারত সফরে থাকা দলের সবাইকে চরম লজ্জা দিলেন তামিম, তুমুল হৈ চৈ



ধর্মশালাই মূল কেন্দ্র। এখানেই কাণ্ড ঘটালেন বাংলাদেশের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। নেদারল্যান্ড ও বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে এই ঘটনা। হৈ চৈ এ নিয়েই।
নেদারল্যন্ডের বিপক্ষে বাংলাদেশ জয় পাবে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু এদিন টাইগারদের ভক্তদের চরম লজ্জা দেয় বাংলাদেশের বড় বড় ব্যাটসম্যানরা।
তামিম ছাড়া একযোগে সবাই ব্যর্থ হন এদিন। বাংলাদেশের মান-সন্মান ধূলোয় মিশে


যাচ্ছিল নেদারল্যান্ডের কাছে হারের ঘ্রাণে। তামিম বাংলাদেশের মান রক্ষা করেছেন।
একই সাথে এর মাধ্যমে অন্যসব ব্যাটসম্যাদের চরম লজ্জাও দিয়েছেন তিনি। তামিম ইকবাল ওপেনার হিসাবে মাঠে নেমে শেষ পর্যন্ত ব্যাট করেন।
তার অপর প্রান্তের সবাই ব্যাট হাতে আসা যাওয়ার খেলায় মাতেন। টি-টোয়েন্টি বলে রক্ষা। তামিম দাঁড়িয়ে থাকেন দেশের রক্ষাকর্তা হিসাবে।
শেষ পর্যন্ত ২০ ওভার পর্যন্ত খেলতে পারে বাংলাদেশ। ১২০ বলের খেলায় তামিম খেলেন ৫৮ বল। তামিম করেন ৮৩ রান। অন্যদিকে দলের অন্যরা ৬২ বল খেলে করেন মাত্র ৬৩ রান।
ব্যাট হাতে সৌম্য ও সাকিব ধারাবাহিকভাবে রয়েছেন ব্যর্থতার শীর্ষ কাতারে। এদিন মুশফিক আউট হন শূণ্য রানে।  
এশিয়াকাপে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে নেদারল্যান্ডের মত দলের কাছেই লজ্জা পেতে যাচ্ছিল মাশরাফিরা। এখান থেকে বাংলাদেশকে টেনে তুলেছেন তামিম।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট