বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে আম্পায়ারের তেলেসমাতিতে দুই টাইগারকে ভুল আউট


কঠিন লড়াইয়ের ম্যাচে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। বাংলাদেশ ৫ বল ও ৫টি উইকেট হাতে রেখে অনবদ্য জয় ছিনিয়ে এনেছে।
কিন্তু এবার বেরিয়ে এসেছে এই ম্যাচ নিয়ে আম্পায়ারের নানা তেলেসমাতির তথ্য। সবার প্রত্যাশা ছিল তামিম ইকবালকে নিয়ে।
তামিম প্রথম ওভারেই আমিরের বলে ছক্কা হাঁকান। কিন্তু দ্বিতীয় ওভারেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়ে প্যাবিলিয়নে ফেরেন।
একই অবস্থা


হয়েছে খেলার হাল ধরতে থাকা মুশফিকের ক্ষেত্রেও। বাংলাদেশের বিপক্ষেই আম্পায়ারের এত ভুল হয়! ম্যাচের ফলাফল অন্যদিকে গেলে আক্ষেপের কোনো শেষ থাকনা না এনিয়ে।
তামিম ইরফানের বলে এলবিডব্লিউতে আউট হন। কিন্তু টিভি রিপ্লেতে দেখা গেছে এটি এলবিডব্লিউ হয়নি। অন্যদিকে মালিকের বলে একই ভাবে আউট দেয়া হয় মুশফিককে।
মালিকের বলটি স্ট্যাম্পের অনেক উপরে ছিল। রিপ্লে আবেদন থাকলে হয়তো এই দুটি উইকেট হারাতে হত না বাংলাদেশকে।
এই দুই ব্যাটসম্যান দলের প্রয়োজনে হাল ধরেন। কিন্তু আম্পায়ারের বাজে সিদ্ধান্তের বলি হতে হয় তাদের। বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের অসংখ্য উদাহরণ রয়েছে।
এশিয়াকাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ টিম। এখানে এই ধরনের কোনো সিদ্ধান্ত দেখা গেলে আরো কষ্ট পাবে ষোল কোটি বাংলাদেশি।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট