৪৫ বছর আগে আজকের দিনে বাংলাদেশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়।


৪৫ বছর আগে আজকের দিনে বাংলাদেশে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ানো হয়।আজ মাঠে সবাই হাতে একটা পতাকা নিয়েই খেলা দেখতে যাই। আজ  পতাকায় ছেয়ে যাক পুরো মিরপুর স্টেডিয়াম।   ছেয়ে যাক শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড! ২ মার্চের পতাকা ওড়ানোর দিনে এটা খুব সুন্দর একটা দৃশ্য হতেই পারে।
সবার কাছে বিশেষ অনুরোধ! ২রা মার্চ অামাদের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয়। তাই দিনটিকে স্মরণ করে অাজকে যারা মিরপুরে ম্যাচ দেখতে যাবেন, সবাই যদি একটি করে পতাকা নিয়ে যান তাহলে গোটা স্টেডিয়াম লাল-সবুজে ছেয়ে যাবে অার পাকিদেরও দেখিয়ে দেয়া যাবে ব্যাটারা ক্ষোভে-শোকে খেলা ভুলে যাবে

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট