বগুড়ায় নকল স্বর্ণের ১২টি মূর্তিসহ গ্রেফতার-২

bangladersh

বগুড়া প্রতিনিধি : বগুড়া ডিবি’র ওসি’র দিক নির্দেশনায় ইন্সেপেক্টর খোকনের নেতৃত্বে গত ১৮ মার্চ ভোর রাতে বগুড়া জেলার কাহালু উপজেলার পানাই হতে এক কেজি ওজনের ১২টি নকল গণেশ মূর্তি সহ পানাই এলাকা হতে ছালেহা খাতুন (৪০) আব্দুর রহিম (৩০) নামক ২ প্রতারককে গ্রেফতার করে।

গ্রেফতার কৃত ছালেহা খাতুন কাহালু উপজেলার পানাই গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ও আব্দুর রহিম জেলার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের আব্দুল করিমের ছেলে বলে জানাগেছে। ফেণী জেলার ফুলগাজী উপজেলার হাসানপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আমির হোসেনকে স্বর্ণের মূর্তি দেওয়ার কথা বলে ডেকে এনে তার নিকট হতে ৫০ হাজার টাকা বায়না নিয়ে ১ কেজি ওজনের ১২ টি স্বর্ণের গণেশ মূর্তি দেয়। মূর্তি গুলো নিয়ে সে বগুড়া স্বর্ণকারের দোকানে দেখালে তারা মূর্তিগুলো পিতলের বলে জানান। 

এসময় আমির হোসেন পিতলের মূর্তি সহ বগুড়া ডিবি পুলিশের নিকট হাজির হয়ে বিষয়টি অবগত করালে ডিপি’র ওসি আমিনুল ইসলামের দিক নির্দেশনায় ডিবি পুলিশ অভিয়ান চালিয়ে প্রতারক চক্রের ১ মহিলা সহ ২ সদস্যকে গ্রেফতার করে। 

এব্যপারে আমির হোসেন বাদী হয়ে প্রতারক চক্রের ৮ সদস্যের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো কয়েক জনকে আসামী করে কাহালু থানায় একটি প্রতারণা মামলা হয়েছে বলে থানা সূত্রে জানাগেছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট