জয়টা খুব দরকার ছিল : মুশফিক



ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন টাইগার উইকেট কিপার মুশফিকুর রহিম। হাতে উঠেছে ম্যাচ সেরার পুরষ্কার। ম্যাচ শেষে আজ বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুশফিক জানান জয়টা খুব দরকার ছিল।
টাইগার ব্যাটিংয়ের এ মূল স্তম্ভ বলেন, 'এটা (জয়) আমাদের খুব করেই দরকার ছিল, কারণ প্রথম টেস্টের ফলাফল আমাদের পক্ষে ছিল না। আমার মনে হয় ছেলেরা তাদের সামর্থ্য দেখিয়েছে। মমিনুল গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেছে।'
জয়ের জন্য বোলারদের ভাসিয়েছেন প্রশংসার বন্যায়। এ ছাড়া আসন্ন উইন্ডিজ সফর নিয়ে মুশফিকের আশা ভাল করবে বাংলাদেশ। তিনি বলেন, 'পুরো সিরিজজুড়ে বোলাররা তাদের অবদান রেখেছে, বিশেষ করে তাইজুল ও মিরাজ। গত তিন বছর ধরে আমরা ঘরের মাঠে টেস্টে প্রভাব দেখিয়েছি। আমরা উইন্ডিজদের বিপক্ষে খেলব এবং আশা করি আমরা ভাল করব। গত দুই বছর ধরে সে (মিরাজ) দুর্দান্ত। দল হিসেবে আমরা আরও উন্নতি করব আশা করি'
সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে হেরে ব্যাকফুটে চলে যায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ২১৮ রানের জয় তুলে সিরিজে ১-১ এ সমতা আনে। এর আগে সফরকারীদের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই করেন টাইগাররা। 

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট