অভিনেত্রী নওশাবার বিরুদ্ধে প্রতিবেদন ১৫ জানুয়ারি



অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে করা মামলায় তদন্ত অগ্রগতির প্রতিবেদন আগামী ১৫ জানুয়ারি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার এ মামলা সংক্রান্ত তদন্তকারী কর্মকর্তা কোনও প্রতিবেদন আদালতে দেয়নি। সেজন্য ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস মামলার পরবর্তী ওই তারিখ ধার্য করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গত ৪ আগস্ট রাতে রাজধানীর উত্তরা থেকে নওশাবাকে আটক করে র‌্যাব।
গত ৪ আগস্ট রাজধানীর জিগাতলায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অন্য যুবকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ফেসবুকে লাইভে এসে দুই শিক্ষার্থীর মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর দিয়েছিলেন নওশাবা; অথচ তখন তিনি ছিলেন উত্তরায় শুটিংয়ে।
পরে আরেকটি ভিডিওতে নওশাবা দাবি করেছেন তিনি ভুল তথ্যে বিভ্রান্ত হয়েছিলেন। এর জন্য তিনি দুঃখও প্রকাশ করেছিলেন।
ওই সময় জিগাতলায় এ ধরনের কোনও ঘটনাও ঘটেনি। এ ঘটনায় ৫ আগস্ট র‌্যাব-১ এর কর্মকর্তা আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭(২) ধারায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট