এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না


নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, এবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে আন্তর্জাতিক অঙ্গনে মুখ দেখানো যাবে না।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংসদ নির্বাচনের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাহবুব তালুকদার বলেন, আমরা চাই সংসদে জ্ঞানী ও দেশপ্রেমিক মানুষ আসুক। আর এটা হতে হবে নির্বাচনের মাধ্যমে। এ কারণেই মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূল পর্যায়ের মতামত গুরুত্বপূর্ণ। কিন্তু এক্ষেত্রে তৃণমূলের ক্ষমতা গুরুত্ব পেয়েছে বা পাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এক্ষেত্রে, ‘বিভিন্নতা পরিলক্ষিত হচ্ছে’।
তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ৯০খ (৪) ধারা সংসদ নির্বাচনের প্রার্থী বাছাইয়ে সকল নিবন্ধিত রাজনৈতিক দলের তৃণমূলকে ক্ষমতা প্রদান করে।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে মাহবুব তালুকদার বলেন, যদি কেউ নির্বাচনকে ভন্ডুল করতে চায় তবে আইন এর মধ্য থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট