মিরপুরে বেয়াদবি করায় কোহলির যে শাস্তি দেয়া হল

Asia cup

বাংলাদেশে চলমান এশিয়া কাপ ২০১৬-র চতুর্থ দিন শনিবা পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত খেলেছে। আর এই ম্যাচেই পাকিস্তানিদের সাথে অশোভনীয় আচরণ করার কারণে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলিকে জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার ঢাকার মিরপুরে শেরেবাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে

পাকিস্তানের খেলোয়াড় দের সাথে অশোভন আচরণ করেন। হাফসেঞ্চুরির করার আগে (৪৯) মাত্র এক রান বাকি থাকতেই মোহাম্মদ সামির বলে আউট হওয়ার পর তিনি প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন।

এমন রেনে আউট হওয়া ঘটনা হরহামেশায় ঘটে থাকে কিন্তু তার এই বিয়াদবি মেনে নিতে পারেনি কতৃপক্ষ। অার এই কারণেই তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়। এই ম্যাচে কোহলি অনেক ভালো খেলেছেন। এবং ভারতীয় দলে সব থেকে বেশি রান তিনিই সংগ্রহ করেছেন।

পাকিস্তানের বিরুদ্ধে অশোভন আচনের সাথে সাথে তিনি আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের ব্যাপারেও তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট