এশিয়াকাপে পাকিস্তানের বিপক্ষে যেসব বিরাট পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


আগামীকাল (বুধবার) বাংলাদেশের মহাযুদ্ধ। এই যুদ্ধ হবে পাকিস্তানের বিপক্ষে। বাধ্য হয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেশ কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছে।
জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারবেন না মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকবেন তিনি।
দলের আর একটি পরিবর্তন হলো তামিম ইকবাল। মিঠুনের যায়গায় মাঠে নামা হতে পারে তামিম ইকবালের।


সৌম্য সরকার এশিয়াকাপের কোনো ম্যাচেই জ্বলে উঠতে পারেননি।
তামিম ও ইমরুল পারফেক্ট জুটি হওয়ায় দেখা যেতে পারে এই আমূল পরিবর্তন। অন্যদিকে মুস্তাফিজের যায়গায় হয়তো এক অলরাউন্ডারকে পেতে যাচ্ছে ভক্তরা।
তিনি হলেন টাইগার নাসির। সর্বশেষ সংবাদে এমনই আভাস পাওয়া যাচ্ছে। আর এই ৩ টি বিরাট পরিবর্তন নিয়েই পাকিস্তানকে হারানোর টার্গেটে হয়তো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।  
তবে আগাম ধারনাই করা যায় যে, পাকিস্তানের বিপক্ষে জয় পেতে হলে তামিমের বিকল্প নেই। কেননা পিএসএল খেলে বেশ অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি।
এই টিমের বিপক্ষে জয় পেতে যেমন বড় রানের স্কোর দরকার হবে। তেমনি ভালো বোলিং করতেই হবে। মুস্তাফিজ না থাকায় চিন্তা আসলে থাকছেই। তবে অলরাউন্ডার নাসির হোসেনও বোলিংয়ে বেশ অভিজ্ঞ।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট