মুস্তাফিজকে নিয়ে যা বললেন কপিল দেব


অন্য অনেকের মতো কপিল দেবও লিফটে ঠাসাঠাসি করে যাচ্ছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ধারাভাষ্য কক্ষে। পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানালে উত্তর দিতে বিন্দুমাত্র দেরি করলেন না ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। এবারের এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা কেমন জানতে চাইলে প্রথমে কিছু বলতে অপারগতা দেখালেন। তবে বিদায় নেওয়ার সময় মাথা ঘুরিয়ে বললেন, ‘তোমাদের তো আছে মুস্তাফিজ। তাহলে আর কী চাই।’

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিলের বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে চিনতে তাঁর খুব একটা কষ্ট হয়নি।

অভিষেক ম্যাচেই ভারতীয় ব্যাটসম্যানদের রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছিলেন মুস্তাফিজ। ৯.২ ওভার বল করে ৫০ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন সাতক্ষীরার এই তরুণ পেসার। আর সেই ম্যাচে বাংলাদেশের জয়ে মূল ভূমিকা রেখেছিলেন তিনিই।

শুধু তাই নয়, গত জুলাইতে সেই সিরিজে শুধু মুস্তাফিজের অসাধারণ নৈপুণ্যে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়ে রেকর্ডও গড়েছিলেন তিনি। তিন ম্যাচের সেই সিরিজে তিনি নিয়েছিলেন মোট ১৩ উইকেট।

আজও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ক্ষেত্রে মুস্তাফিজের ভূমিকাও ছিল অনন্য।মুস্তাফিজ ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট নিয়েছেন।

এবারের এশিয়া কাপে কপিল ঢাকায় এসেছেন স্টার স্পোর্টসের হয়ে হিন্দিতে ধারাভাষ্য দিতে।



শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট