আমাদের জয় হবেই হবে


ইমরান এবং পড়শী, বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত দুটি নাম। নতুন করে জনপ্রিয়তা পাবার কিছু নেই। এখন আছে শুধু জনপ্রিয়তা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই লক্ষেই এখন কাজ করে যাচ্ছেন এ দুজন শিল্পী। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তারা উপহার দিলেন ‘জয় হবেই হবে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর এবং সংগীতপরিচালনা করেছেন ইমরান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
গত ২০ জুন ইউটিউবে প্রকাশ করা হয় ‘জয় হবেই হবে’ গানটির মিউজিক ভিডিও। এমন সময় গানটি প্রকাশ করা হল যখন বাংলাদেশ ক্রিকেট দল উপহার দিয়ে চলেছে একের পর এক জয়। তবে কি বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়েই এই গান করা? উত্তরে পড়শী বলেন, ‘ক্রিকেটে এখন আমরা নিয়মিত বড় দলগুলোর বিপক্ষে জয় পাচ্ছি এটা ঠিক। তবে বাকি দিক গুলোতেও কিন্তু আমরা পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের পোশাক শিল্প বিশ্বমানের। আমরা এখন আমাদের দেশীয় পণ্য দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। প্রতিটি ক্ষেত্রেই আমাদের জয় আসছে। তাই বলা যেতে পারে সবকিছু মিলিয়েই আমাদের এই গান। আসলে গোটা বাংলাদেশকে উজ্জীবিত করতেই আমাদের এই গানটা করেছি।’
এবার জানতে চাওয়া হল ‘জয় হবেই হবে’ সৃষ্টির গল্প। কিভাবে এমন একটি গান করার পরিকল্পনা মাথায় আসলো? ইমরান জানালেন, ‘আসলে মানুষ নিজেই যদি নিজের স্বপ্ন পূরণ করতে পারে তাহলে দেশই উপকৃত হয়। মানুষের এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন হয় উৎসাহ। হঠাৎ করেই মনে হল এমন একটি গান করা উচিৎ যে গান শুনে মানুষ উজ্জীবিত হয়ে নিজের স্বপ্নকে তাড়া করতে শিখবে আরও ভালোভাবে। তারপরই গানটি করে ফেললাম।’

মিউজিক ভিডিওর একটি অংশে পড়শীকে নাচতে দেখা গেছে। নাচটা কি ছোটবেলা থেকেই রপ্ত ছিল নাকি এই গানের শুটিং এর প্রয়োজনে নতুন করে শিখতে হয়েছে? একটু হেসে পড়শী জানালেন, ‘আমি গানেরও আগে নাচে ভর্তি হই। ক্লাস ফাইভ থেকে আমি নাচ শিখছি। এই গানের মিউজিক ভিডিওর একটি অংশে চন্দন দা’র মনে হল একটি নাচের অংশ রাখলে ভালো হবে। ছোটবেলা থেকে যেহেতু আমি নাচের মানুষ তাই আমিও খুবই আগ্রহী হয়েছিলাম এই অংশটির জন্য। এখন গানের পাশাপাশি নাচের জন্যও অনেকের কাছ থেকে প্রশংসা পাচ্ছি। ভালোই লাগছে।’
মিউজিক ভিডিওতে মাত্র একটি অংশে ইমরানকে দেখা গিয়েছে। পুরো গানে কেন নিজেকে আড়াল করে রাখলেন ইমরান? তিনি জানালেন, ‘আসলে গানটির মিউজিক ভিডিও অনেক পরিকল্পনা করে করা হয়েছে। এজন্য দেশের বিভিন্ন স্থানে ছুটে বেড়াতে হয়েছে। নিজের একক অ্যালবাম, সিনেমার প্লেব্যাকের কাজ সহ নানান কাজে ব্যস্ত থাকার কারণে আমি শুটিং ইউনিটের সঙ্গে থাকতে পারিনি। তাই গানের পুরো অংশে আমাকে দেখা যায়নি। ঢাকায় যখন শুটিং হয়েছিল তখন আমি থাকার চেষ্টা করেছি।

সামনে দুজনের ব্যস্ততা কি নিয়ে? ইমরান জানালেন তিনি তার একক অ্যালবামের কাজ প্রায় শেষ করে ফেলেছেন। ঈদে সংগীতার ব্যানারে প্রকাশিত হবে তার নতুন একক অ্যালবাম ‘বলতে বলতে চলতে চলতে’। পাশাপাশি কাজ করছেন সিনেমা এবং নাটকের গানের। এছাড়া ঈদের আগের দিন স্টেজ শো এর জন্য দেশের বাইরে জাবেন তিনি। ফিরবেন ঈদের তৃতীয় দিন। ফিরেই চতুর্থ দিন অংশ নেবেন একটি চ্যানেলের সরাসরি গানের অনুষ্ঠানে। অন্যদিকে পড়শী জানালেন আস্তে আস্তে তিনি নিজের নতুন একক অ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন। পাশাপাশি কাজ করছেন প্লেব্যাকে। এছাড়া সামনেই আছে তার শুটিং। তবে তা কোন মিউজিক ভিডিওর নয়। ‘মেন্টাল’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পড়শীকে। খুব শিগগিরি শুরু হবে শুটিং।


শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট