নন এমপিও শিক্ষকদের কর্মসূচি স্থগিত


শিক্ষামন্ত্রীর দীপু মনির আশ্বাসের পর এমপিওভুক্তির দাবিতে চলা অবস্থান কর্মসূচি এক মাসের জন্য স্থগিত করেছেন নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।


আজ রোববার বিকেলে দীপু মনি জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের আশ্বস্ত করেন প্রধানমন্ত্রীর সঙ্গে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের বৈঠকের ব্যবস্থা করবেন।
এমপিওর দাবিতে গত তিন দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন শিক্ষক-কর্মচারীরা। আজ বিকেলে সেখানে উপস্থিত হন শিক্ষামন্ত্রী দীপু মনি।
দীপু মনি দাবি মেনে নেওয়ার জন্য দেড় মাসের মতো সময় চান।
গত বছরও একই দাবিতে নন এমপিও শিক্ষকেরা আন্দোলন করেন।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট